Mohamaya Lake | প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য মহামায়া লেক। Beautiful Mohamaya Lake Tour 2023

1 year ago
7

Mohamaya Lake | প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য মহামায়া লেক। Beautiful Mohamaya Lake Tour 2023
#mohamayalake #camping #waterfall #chokh
বাংলাদেশের ২য় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়ার অপরূপ দৃশ্য | Mohamaya lake |

মহামায়া লেক চট্টগ্রামের ভূস্বর্গ নামে পরিচিত মিরসরাই উপজেলায় অবস্থিত যা দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হৃদ। মিরসরাই উপজেলা প্রাকৃতিক ভাবে সৌন্দর্যের আঁধার, স্রষ্টা যেন সব প্রাকৃতিক উপাদান নিজ হাতে ঢেলে দিয়েছেন এইখানে। মহামায়া লেক এখানকার সৌন্দর্য্য ও পরিচিতি বাড়িয়েছে আরও বহুগুণ।

কৃত্রিম লেক ছাড়াও উঁচু উঁচু পাহাড়-পর্বত, প্রাকৃতিক ঝর্ণা, কৃত্রিম হৃদ, পাহাড়ি গুহা, রাবার ড্যাম রয়েছে এইখানে। দেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে মিরসরাইয়ে। দেশের অনেক ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম আকর্ষণীয় এবং পছন্দের জায়গা এই মহামায়া লেক।
⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌⬌

ভিডিও টি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে "বেল আইকনে" ক্লিক করে "অল নোটিফিকেশন" "অন" করে রাখবেন। আজ এ পর্যন্তই "আল্লাহ হাফেজ"

Loading comments...