চ্যাটজিপিটির বিকল্প আনলো আলিবাবা

1 year ago
7

চ্যাটজিপিটির বিকল্প আনলো আলিবাবা

মাইক্রোসফট ও অ্যামাজনের সঙ্গে টেক্কা দিয়ে বাজারে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এনেছে চীনা কোম্পানি আলিবাবা।

সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের এআই এর ওপর নির্ভরশীলতা দূর করতে চলতি বছরের শুরু থেকেই কাজ করে আসছিল আলিবাবা।

চলতি বছর এপ্রিলে চ্যাটজিপিটির বিকল্প হিসেবে বাজারে তংগুই কুয়ানওয়েন নামে নিজেদের এআই আনার ঘোষণা দেয় ক্লাউড কম্পিউটিংয়ের বৃহৎ চীনা প্রতিষ্ঠানটি। ঘোষণার অংশ হিসেবেই বাজারে বিকল্প নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

নতুন এ চীনা এআই যেকোনো জটিল আদেশ মানতে সক্ষম। এ ছাড়া কপিরাইটিং থেকে শুরু করে চ্যাটজিপিটির মতো সব কাজ করতে সক্ষম এই এআই।

Loading comments...