চোর ডাকাত বা ছিনতাইকারী যদি চুরিই করতে না পারে - Car Robbed and recovered

1 year ago
29

চুরি হওয়ার পর গাড়ী খুজছেন ??? এমন হলে কেমন হয়! চোর ডাকাত বা ছিনতাইকারী যদি চুরিই করতে না পারে ? এবং মাসিক কোন PAYMENT লাগবে না ।

Key Features:

* আপনার গাড়ি কেউ চুরির চেষ্টা করলেই মোবাইলে সাথে সাথেই কল পাবেন ।

* All in One - একই এ্যপলিকেশন বা কম্পিউটার থেকে আপনার অসংখ্য বাইক একই সাথে দেখতে পারবেন ।

* Lock from Anywhere - যেকোন মার্কেট বা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে বাইক লক বা আনলক করা যাবে। এমনকি যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই সেখানেও বাইক লক করা যাবে ।

* No chance - কেউ যদি বাইক পার্ক করে অযথা স্টার্ট দিয়ে বসে থাকে তাহলে খুব সহজেই বাসায় বসে বুঝতে পারবেন ।

* Distance Lock - ডাকাত বা ছিনতাইকারীর কবলে পড়লে সে যদি আপনার সবকিছু নিয়ে যায় এমনকি আপনার সকল মোবাইল ফোন, বাইকের চাবি, রিমোট সেন্সর এবং বাইক নিয়েও পালিয়ে যায় তারপরেও আপনি গাড়ী লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং বাইকের ইঞ্জিন বন্ধ করতে পারবেন।

* Auto Sleep Mode - বাইকের ব্যাটরির উপর কোন চাপ পড়ে না* কারন আমাদের TASS GPS এ Auto Sleep Mode রয়েছে । যা ৩ মিনিট পর অটোমেটিক ঘুমিয়ে পড়ে । সোফ্টওয়ারে লগ ইন, বা গাড়িতে টাচ, বা স্টার্ট দেয়ার চেষ্টা বা কেউ চুরির চেষ্টা করলে TASS GPS , AUTOMATIC জেগে যাবে , এবং মোবাইলে কল চলে আসবে ।

* Live Tracking - একসাথে একাধিক মোটরসাইকেলের LIVE TRACKING মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন ।

* Shutdown - আপনি চাইলে কোন মোবাইল ফোন ছাড়াও চলন্ত বাইকের ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন ।

* Record Save - সারাদিন আপনার বাইক কোথায় কোথায় গিয়েছে এবং কতবার কোথায় থেমেছে কতক্ষন থেমেছে সকল কিছু রেকর্ড হয়ে থাকবে এবং যেকোন সময় তা জানতে পারবেন।

* Safety First - নিরাপত্তার স্বার্থে বাইক বন্ধ করার সাথে সাথেই ইঞ্জিন লক হয়ে যাবে ।

* Admin Panel - TASSLOCK GPS তে নির্দিষ্ট এডমিন দেওয়া যাবে, যাতে করে এডমিন ছাড়া কারো কাছে কল না যায়। এবং ব্যকআপ হিসেবে আরো চারজন কে ইমারজেন্সি মুডে রাখা যাবে । যদি আপনার ফোন বিজি বা বন্ধ থাকে তাহলে ইমারজেন্সি নম্বরে কল যাবে ।

* Password - পাসওয়ার্ডের মাধ্যমে নিরাপত্তা বর্ধিত করা যায়।

* Tiny Size - TASSLOCK GPS এর সাইজ ছোট (লাইটারের সমান সাইজ) তাই যেকোন জায়গায় লুকিয়ে রাখা যায়।

* Anti Accident - আপনি আপনার সুবিধা মতো লাইভ ট্রাফিক দেখে গাড়ি বন্ধ করতে পারবেন ।

* Notify - পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন বাইক চুরি করার চেষ্টা করলে আপনি নোটিফিকেশন, কল ও এলার্ম পাবেন, বাইক এলার্ম বেজে উঠবে যা সম্পুর্ন ফ্রী ।

* Speed - আপনার পরিচিত কেউ যদি আপনার বাইক নিয়ে যায় তার গতি ও লোকেশন লাইভ দেখতে পারবেন।

* Geo Fence - আপনার ড্রাইভার, সন্তান বা কেউ আপনার বাইক নিয়ে যদি গন্তব্য স্থানের বাহিরে কোথাও যায় তাহলে সাথে সাথে জানতে পারবেন। এটাকে Geo Fence বলে ।

* Full Control - আপনার ড্রাইভার, সন্তান বা কেউ আপনার বাইক নিয়ে যদি বেশি গতিতে বাইক চালায় তাহলে সাথে সাথে এলার্ম পাবেন এবং কত বেশি গতিতে চালিয়েছে তা জানতে পারবেন। পরবর্তীতে তাকে ফোন করে বলতে পারবেন এই! আস্তে চালাও আমি কিন্তু সব দেখতে পাচ্ছি।

Live Traffic Update: বর্তমানে রাস্তার ট্রাফিক বা জানজট দেখতে পাবেন ।

* Portable - TASSLOCK GPS এ বিল্ট ইন ব্যাটারি সংযোক্ত করা আছে তাই বাইকের মুল ব্যাটারি ছাড়াও সে আলাদা অনেক সময় ব্যাকআপ দিবে এবং পোর্টেবল হিসেবে অন্যান্ন ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এমকি একাধিক গাড়ি বা বাইকের লোকেশন ট্রাক করতে পারবেন একটি TASSLOCK GPS দিয়ে ।

পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন মোবাইল দিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়া অথবা ইন্টারনেট সংযোগ সহ মোটরবাইক লক আনলক এবং ইঞ্জিন বন্ধ ও চালু করতে পারবেন। গাড়ী/বাইকের মূল চাবি দিয়ে, ঘাড় থেকে বাইপাস করে, ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করেও গাড়ী/ বাইক চালু করা যাবে না। গাড়ী/বাইক কোন ভাবেই স্টার্ট করা যাবে না। এবং TASSLOCK GPS এর রেঞ্জ সাড়া পৃথিবী জুরে

Loading comments...