জানেন কি ঝিঁ ঝিঁ পোকার ডাক দিয়ে আমরা দিনের তাপমাত্রা নির্ণয় করতে পারি ! #স্পন্দন #sciencefacts #fact

1 year ago
1

আপনি জানেন কি ?

ঝিঁঝিঁ পোকার মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা সম্ভব?

ঝিঁঝিঁ পোকার ডাকের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। তাপমাত্রা মাপার জন্য ১৪ সেকেন্ড সময়ে ঝিঁঝিঁ পোকা কতবার ডাকছে সেটা গুনুন। এভাবে ১৪ সেকেন্ড করে ৩ বার গুণে সেটাকে ৩ দিয়ে ভাগ দিয়ে গড় মান বের করুন। এরপর এই মানের সাথে ৪০ যোগ করলেই পেয়ে যাবেন ফারেনহাইট স্কেলে সেদিনের তাপমাত্রা ! AMOS DOLBEAR ১৮৯৭ সালে এই পদ্ধতি আবিষ্কার করেন এবং এই পদ্ধতিকে DOLBEAR'S LAW বলা হয়। এই পদ্ধতিতে নির্ণয় করার তাপমাত্রা সেই দিনের সঠিক তাপমাত্রার প্রায় সমান হয়ে থাকে ।

#স্পন্দন #sciencefacts #shortsvideo #amazingfact #fact #generalknowledge #trending #viral #trendingshorts #cricket
#cricketcharping

Loading comments...