Tor Bhul Bhangabo Ki Kore Bol | তোর ভুল ভাঙ্গাবো কি করে বল | Bazzi | Jeet&Mimi | Jeet Gannguli

1 year ago
47

Tor Bhul Bhangabo Ki Kore Bol | তোর ভুল ভাঙ্গাবো কি করে বল | Bazzi | Jeet&Mimi | Jeet Gannguli

◾Song: Tor Bhul Bhangabo Ki kore
◾Singer: Jubin Nautiyal
◾Lyrics : Pranjol
◾Music : Jeet Gannguli
◾Movie : Bazzi

🎵Original Song Link:
🎥 :-https://youtu.be/MSgBuvLDscM?si=Sx7k

Tor Bhul Bhangabo Ki Kore Bol Song Lyrics In Bengali :
তোর ভুল ভাঙ্গাবো কি করে বল ?
কি বলছে শোন চোখেরই জল,
অভিমান ভাঙ্গাবো কি করে বল ?
কোনো বাঁধ মানে না চোখেরই জল।

দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাবো এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে ?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।

তোর মনেতে, আনমনেতে
চলছে কি তা বল ?
মন ভাঙ্গিনী, প্রেম ভাঙ্গিনী
দিব্বি দেবো চল,
অভিমানী আমি জানি
তুই যে আমারই,
তোকে ভুলে থাকতে দূরে
আমি কি পারি ?
অভিমান ভাঙ্গাবো কি করে বল ?
কোনো বাঁধ মানে না চোখেরই জল।

দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাবো এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে ?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।

তোর আবেশে স্বপ্ন মেসে
একলা হাওয়াতে,
যত দূরে জাসনা কেন
পাবি আমাকে,
এই চোখে যা গল্প আছে
সব তোকে নিয়ে,
কষ্ট যা দিয়েছি তোকে
দেবো ভুলিয়ে,
অভিমান ভাঙ্গাবো কি করে বল
কোনো বাঁধ মানে না চোখেরই জল।

দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাব এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।

#jubinnautiyal
#jubinnautiyalnewsong
#JubinNautiyalBanglaSong
#TorBhulBhangaboKikoreSong
#তোরভুলভাঙ্গাবোকিকরে
#Bazzi
#BazziMovieSong,
#JeetMimeNewSong
#JeetNewSong,
#JeetNewMovieSong,
#lyrics
#TorBhulBhangaboKiKoreBolLofisong
#TorVulBhangaboKikoreBol
#lofisong

Loading comments...