শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে বেধরক পিটানোর অভিযোগ

1 year ago
1

শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে বেধরক পিটানোর অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে
--------

ছাত্রশিবির সন্দেহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধরক পিটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। নির্যাতনের পর তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ ও পাবিপ্রবি কর্তৃপক্ষ। নির্যাতিতদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মসজিদে তারাবির নামাজ শেষে লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক বিশ্ববিদ্যালয় মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ওই তিন শিক্ষার্থীকে শিবির কর্মী সন্দেহে আটক করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে গিয়ে তিনটি রুমে তিনজনকে আটকে স্ট্যাম্প, রড, হকিস্টিক, প্লাসসহ দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়।
বিশ্ববিদ্যালয় মাঠে বসে কয়েক জন শিবির কর্মী মিটিং করছিল। তারা হলে থাকে না। এ সময় তাদের জিজ্ঞাসা করলে সবাই দৌরে পালিয়ে যায়। এসময় ওই তিন শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে সোর্পদ করা হয়। তবে তাদের কোন নির্যাতন করা হয়নি বলে জানান বিশ^বিদ্যালয়ের শাখা ছাত্র লীগের এই নেতা।
( ফরিদুল ইসলাম বাবু, সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাখা ছাত্রলীগ)

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনজনকে আটক অবস্থায় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
(ড. কামাল হোসেন, প্রক্টর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

আটককৃতরা কিভাবে আহত হল সেটি খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশ সুপার।
(আকবর আলী মুন্সি, পুলিশ সুপার, পাবনা)

Loading comments...