কলকাতার এই শিব মন্দিরে মৃত ব্যক্তির ভস্ম দিয়ে আরতি হয় / #travelvlog #onedayouting #ভূতনাথ_মন্দির

1 year ago

আপনি যদি শিবভক্ত ও উত্তর কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হন শ্রাবণ মাসে আপনার নিশ্চিত গন্তব্য নিমতলার 'ভুতেশ্বর শিব' বা ভূতনাথ মন্দির। শ্রাবণী মেলায় পা মিলিয়ে কিছু সময় কাটান সঙ্গে ভগবান শিবের দর্শন করুন। অনেকেই এখানে আসছেন শিবের মাথায় জল ঢালতে যাবার সব সরঞ্জাম কিনতে। অনেকে ভগবানের নাম, ছবি উল্কি আঁকাচ্ছেন। আপনি কি জানেন, এ মন্দিরে উজ্জয়িনীর মত মৃত ব্যক্তির ভস্ম দিয়ে ভগবান শিবের আরতি হয়? চাইলে এই ভস্মারতি আপনি দর্শন করতে পারেন। মন্দির দর্শন শেষে এখানকার বিখ্যাত লিটটি চোখা একবার ট্রাই করে দেখতে পারেন। আহিরিটোলা শোভাবাজার চক্র রেল থেকে দুই পা হাঁটলেই এ মন্দির। এ বছর আপনার শ্রাবণ মাসের একবেলার ভ্রমণ ডেস্টিনেশন হোউত্তর কলকাতার এই বিখ্যাত শিবমন্দিরটি।

#নিমতলা #ভূতনাথমন্দির #onedayouting #onedaytrip #travelvlog #weekendtrip #weekendvlog #weekendtripfromkolkata #wanderedsoul

Loading comments...