Chandrayan 3

1 year ago
2

শিরোনামঃ- ভারতের চন্দ্রাভিযান
কলমে:-আশিষ কান্তি সাহা

মায়ের কোলে শিশু ডাকে চাঁদমামা আয়
যুগ যুগ ধরে চাঁদকে কাছে পেতে চায় ।
ঠাকুরমা বলে, চাঁদের বুকে আছে এক বুড়ি
চরকায় সুতা কেটে বানায় নাকি দড়ি।
নীল তারা তিন জন খুঁজতে সেই বুড়ি
জীবনের ঝুঁকি নিয়ে চাঁদে দিয়েছিল পাড়ি।
সামনের দিকে পাইনি, চরকা বুড়ির খোঁজ
সেই থেকে প্রচেষ্টা চলছে প্রতি রোজ।
কতো দেশের কতো চেষ্টা হয়েছে বিফল,
অর্ধ পথে কত যান হয়েছে বিকল।
শূন্য হাতে ফিরে কেহ মহাশূন্য হতে
পা রাখিতে পারে নি চাঁদের মাটিতে।
সেই বুড়ি আছে নাকি চাঁদের কালো বুকে
বুড়ির খোঁজে ভারত এবার ছুটে চন্দ্রালোকে।
প্রথমে তে চন্দ্রযান দুই হয়েছিল বিকল
তা থেকে শিক্ষা নিয়ে আজ হলো সফল।
কালো বুকে পা রাখিল ভারতের বিক্রম,
চন্দ্রাভিযানে ভারত আজ বিশ্বে মহাপরাক্রম।
হাজারো বিজ্ঞানীর চেষ্ঠা হলো সফল
মহাকাশ বিজ্ঞানে ইসরোর নাম হলো সমুজ্জ্বল।
২৩/৮/২৩, রাত ৯,৪০মি।

Loading comments...