একজন পিতা যিনি বাধ্য হয়ে তাঁর আদরের সন্তানকে আইন মোতাবেক বিচার করার সিদ্ধান্ত দিলেন।

1 year ago
6

একজন পিতা যিনি বাধ্য হয়ে তাঁর আদরের সন্তানকে আইন মোতাবেক বিচার করার সিদ্ধান্ত দিলেন।যে ছেলে তাঁর পিতা মাতাকে এমন পরিস্থিতির সম্মুখীন করেছে।সেই ছেলের ব্যাপারে একজন অসহায় পিতার কি আর বলার থাকে।একজন পিতার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়ার পরও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাঁর ছেলের দোষ স্বীকার করতে বাধ্য হল।এর চাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে!
এজন্য নিজের সন্তানদের বেশি বেশি সময় দিন। সে কি করছে, কার সাথে মিশছে সার্বক্ষণিক খবর রাখুন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেন সন্তানরা নেককার বনে।
ربّنا هب لنا من أزواجنا وذرّیاّتنا قرة أعین واجعلنا للمتّقین إماما

Loading comments...