হোটেল অপরাজিতা / ঘাটশিলা / রিভিউ / সুলভে থাকার ছোট্ট ঠিকানা / মাত্র 200 টাকায় প্রতিজন প্রতিদিন ll

1 year ago
1

বন্ধুরা ঘাটশিলা যাবার জন্য অনেকেই সুন্দর পরিবেশে সস্তায় থাকার হোটেল খোঁজেন, যেখানে নিরাপদে পরিবার নিয়ে যাওয়া যায়। আজ এরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে আমাদের ভিডিও। হোটেলটি হল ' অপরাজিতা ' !!

আমরা যে হোটেলে ছিলাম সেটি ঘাটশিলা স্কুল রোডের উপর ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ ভবনের পাশে অবস্থিত 'অপরাজিতা'! সুন্দর পরিবেশে সস্তায় থাকার এক ছোট্ট ঠিকানা। বাইপাসের পাশে এই ছিমছাম আবাসের মালিক একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তাই ব্যবহার অসাধারণ বললে কম হবে। আপনার প্রতিটি প্রয়োজনে তাঁর সহযোগিতা সুদূরপ্রসারিত। তাঁর নম্বর নীচে দিয়ে দিলাম। প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।

এবার আসি রুমের কথায়। আমাদের সাথে বয়স্ক মানুষ থাকায় আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়েছিলাম। গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে। ফোর বেডেড এই রুমগুলো সিজনে 1200 টাকা করে হলেও আমরা 800 টাকায় পেয়েছিলাম। দোতলায় দুটি নন এটাচড ডাবল বেডেড রুম পাবেন। সিজনে 800 টাকা ভাড়া হলেও কমে পাবার সম্ভাবনা আছে। আর বাথরুমগুলো ঠিক উল্টো দিকেই রয়েছে। এছাড়া নিচের তলার মতো দোতলায় দুটো ফোর বেডেড রুম আছে। ভাড়া একই। এছাড়া দুটো এসি রুম রয়েছে। ভাড়া সিজনে 2000 টাকা করে হলেও অফ সিজনে 1400 - 1500 করে পেয়ে যাবেন।

এই হোটেলের নিজস্ব খাবার এরেঞ্জমেন্ট নেই। তবে হোটেল মালিকের অনুরোধে বাইপাসের পাশের এক নামি ধাবা খাবার সাপ্লাই করে। তবে অর্ডার আপনাকে মিনিমাম আধ ঘন্টা আগে করতে হবে। রুমে আপনি খাবার পেয়ে যাবেন। সব মিলিয়ে এই হোটেলের রেটিং আমার কাছে 8.5 এর কম হবে না। আপনাদের কারো এই হোটেল নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানান।

◆ হোটেল অপরাজিতা :- 82949 36427

#travelvlog #trending #viral #ghatshila #hotel_aparajita #hotelreview

Loading comments...