করোসল ফল(Carsol Fruit) ক্যান্সার প্রতিরোধে করোসল ফল কতটা কার্যকরি?

1 year ago
48

What fruit is good for cancer patients?

কেমোথেরাপি থেকে ১০ হাজার গুন কার্যকারি এবং করোসলের পাতা অসাধারণ পুষ্টিগুন সম্পন্ন। বিজ্ঞানীরা বলেছেন করোসল ফল খেলে ক্যান্সার রোগীর কেমোথেরাপির প্রয়োজন হয় না। এ ফল ক্যান্সার সেলের মৃত্যু ঘটাতে কেমোথেরাপির চেয়ে ১০ হাজার গুন বেশি শক্তিশালী। করোসল গাছে রয়েছে অ্যানোনাজিন অ্যাস্টোজেনিন নামক একধরনের যৌগ।এই যৌগ ক্যান্সার কোষ আর বাড়তে পারে না।বিশেষ করে স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লিভার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারে এটি বেশি কার্যকর।এছাড়াও নিয়মিত খেতে পারলে রোগপ্রতিরোধ অনেকটা বরড়ে যায়। শরীর চাঙা থাকে, দুর্বল ভাব আসেনা।সাধারণত চিকিৎসা চলাকালীন
ক্যান্সার রোগীর গায়ের সব লোম উঠে যায়।একই সঙ্গে শরীর দুর্বল হয়ে যায়।বিজ্ঞানীরা বলেছেন এই ফলে এতোটাই গুন যে এই ফল খেলে রোগীর কেমোথেরাপির মতো চুল পড়ে না। প্রচলিত মেডিক্যাল চিকিৎসা সেবার মতো কোস পার্শপ্রতিক্রিয়া নেই।এছাড়াও করোসলের ছাল ও পাতায় লিভার সমস্যা, আর্থবাইটিস ও প্রস্টের সমস্যা ও নিরাময় হয়ে যায়।এই অনন্য ভূমিকার কারনে করোসল বা টক আতাকে বিবেচনা করা হচ্ছে ভবিষ্যতের ফল হিসাবে।
করোসল ক্যান্সার রোগ প্রতিরোধে কতটা কার্যকর তা আমরা জানবো এই ভিডিওতে। করোসলের পুষ্টি গুন সম্পর্কে, করোসল কোথায় জন্মে, করেসল ফলটি কিভাবে খাওয়া যায় ক্যান্সার রোগ প্রতিরোধে আসলেই কতটা উপকারি!
এই ভিডিও ইমেজ ভিডিও সংগ্রহ করা হয়েছে:videvo.netথেকে।
ইন্দোনেশিয়ায়, ডোডল, সিরসাক একটি মিষ্টান্ন জলে করোসল ফলের পাল্প সিদ্ধ করে এবং শক্ত না হওয়া পর্যন্ত চিনি যুক্ত করে তৈরি করা হয়। রাস্তার খাবারের বিক্রেতারা বিক্রি করে তাজা ফলের রস তৈরির জন্য করোসল ফল একটি সাধারণ উপাদান। এছাড়াও এই ফলের রসের পানিয় পাশাপাশি ক্যান্ডি,শরবত, আইসক্রিমের স্বাদ তৈরিতে ব্যবহৃত হয়। এই ফলে উচ্চ পরিমানে পটাসিয়াম ও আয়রন রয়েছে যা রক্ত চাপ কমাতে সাহায্য করে। এটি রক্তের শর্করা কমায়।

Loading comments...