ll Bagbazar Mother's House / সারদা মায়ের বাড়ি ও মায়ের ঘাটে এক বেলা / এখানে প্রসাদ পাবার নিয়ম ll

1 year ago
1

মায়ের বাড়ি ও মায়ের ঘাট

"আমাদের সবার মা , সত্যিকারের মা , ইনি কোন গুরুপত্নী নন , পাতানো মা ও নন, কথার কথা মাও নন ইনি সত্য জননী - আমাদের সবার শ্রী শ্রী মা সারদা।"

উত্তর কলকাতার এক নম্বর উদ্বোধন লেনে এই বাড়িটি রামকৃষ্ণ মঠের পরিচালনায় মায়ের বাড়ি বা উদ্বোধন নামে পরিচিত।

সারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায়ই কলকাতায় আসতেন। কিন্তু এখানে তাঁর থাকার জন্য কোনও স্থায়ী জায়গা ছিল না। শিষ্যরা খুব চিন্তায় পড়তেন। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন তিনি বারবার গুরুভাইদের পত্র মারফত জানাতেন যে শ্রী মায়ের কলকাতায় বাড়ি খুব দরকার। এই ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত তাঁরা বাগবাজারে একটা জমি জোগাড়ে সমর্থ হন।1906 সালে স্বামী সারদানন্দ মহারাজ বাগবাজারে জমি কেনেন মায়ের বাড়ির জন্য৷ । এ দিকে ‘উদ্বোধন’-এরও কোনও স্থায়ী ঠিকানা ছিল না। বার বার ঠাই বদলের ফলে কাগজপত্র অনেক হারিয়ে যেত। ঠিক হল, নতুন জমিতে একটা টালির ঘর করে সেখানে ‘উদ্বোধন’-এর অফিস করা হবে। অবশেষে পাকা বাড়ি করে দোতলা তুলে মাকে সেখানে নিয়ে আসা হয়।

এই বাড়িতে ‘উদ্বোধন’-এর অফিস স্থায়ী ভাবে এলো ১৯০৮-এর নভেম্বরে এবং নতুন বাড়িতে মা পদার্পণ করলেন ১৯০৯-এর ২৩ মে। গোড়া থেকেই উত্তর-পশ্চিমের একটা ঘর শ্রীরামকৃষ্ণের মন্দির করা হল। ঘরটির পূর্ব দিকে শ্রীরামকৃষ্ণের একটা ছবি রাখা ছিল। সেটিরই নিত্যপূজা হত। সিস্টার নিবেদিতা ওই ছবির মাথায় সিল্কের চাঁদোয়া তৈরি করে দিয়েছিলেন। এই ঘরের বাঁ দিকের ঘরে মায়ের থাকার ব্যবস্থা হয়। মা এসে কিছু পরিবর্তন করলেন। তিনি মন্দির-ঘরেই থাকবেন ঠিক করলেন। মায়ের কাছে সব সময় শ্রীরামকৃষ্ণের একটি ছবি থাকত। তিনি দক্ষিণেশ্বরে রোজ সেটির পুজো করতেন। এখানে এসেও মা সেই ছবি বেদীতে পশ্চিমমুখো করে বসিয়ে রোজ পুজো করতেন। এখন সেই ছবি রুপোর সিংহাসনে রাখা আছে। মায়ের সাঙ্গোপাঙ্গরা দোতলায় আর তিনতলায় থাকতেন। মা মাঝেমাঝেই ছাদে যেতেন চুল শুকোতে আর গঙ্গা দর্শন করতে। ছাদ থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যেত। ১৯২০ সালের ২১ জুলাই মা দেহ রাখেন। তাঁর প্রয়াণের পর তাঁর জন্য নির্দিষ্ট ঘরটি মন্দির হয়েছে। মা যে খাটটি ব্যবহার করতেন, সেই খাটে মায়ের ছবি রাখা আছে।

বর্তমানে নিয়মিত রবিবার বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যার পর ভক্তদের জন্য ধর্মগ্রন্থ এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের নিয়মিত ক্লাস হয়।

স্বামী সারদানন্দ এবং শ্রী শ্রী সারদা মায়ের জন্ম তিথিতে , দুর্গাপূজার মহাষ্টমীতে বিশেষ পূজা করা হয়। ফলাহারিনি কালীপুজো , শিবরাত্রির দিন ও রাত্রি ব্যাপি ধুমধাম করে পূজা করা হয়।

শ্রীশ্রীরামকৃষ্ণ এবং উনার সমস্ত শিষ্যদের জন্মতিথি তে এখানে বিশেষ পুজো হয় ।
এছাড়া রামনবমী থেকে শুরু করে বুদ্ধ পূর্ণিমা, জন্মাষ্টমী, শংকর পঞ্চমীতেও বিশেষ পুজো হয়।

মায়ের এই বাড়িটি উদ্বোধন নামেও পরিচিত ।

রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রকাশিত সমস্ত বাংলা বই এর প্রধান প্রকাশনা সংস্থা এবং কার্যালয়।

এই প্রকাশনার মাধ্যমে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা এবং বেদান্ত মতাদর্শের প্রসারের ব্যাপক অবদান রেখেছে ।

উদ্বোধন বা মায়ের বাড়িতে রয়েছে দাতব্য চিকিৎসালয় বিনামূল্যে চিকিৎসা করা হয়।

এছাড়া রয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশন এর অন্তর্ভুক্ত দোকান এখান থেকে বই থেকে শুরু করে নানা রকম রামকৃষ্ণ মিশনের জিনিসপত্র কিনতে পারেন।

যাঁরা ভোগ প্রসাদ পেতে চান সকাল বেলাতেই মহারাজের থেকে কুপন সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে আপনি কিছু ডোনেশন করতে চাইলে অনতিদূরে একটি বাক্স আছে সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ ওখানে দিতে পারেন। প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে এগারোটা থেকে।

কিভাবে যাবেন?

হাওড়া থেকে বাগবাজার গামী যেকোনো বাসে বাগবাজার বাসস্টপে নেমে সেখান থেকে অটো করে কিছুটা গেলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়িতে।

যারা চক্ররেলে যেতে চান বাগবাজার রেল স্টেশনে নেমে 10 মিনিট হাঁটা পথ।

এছাড়া, যারা গাড়ি বা বাইক নিয়ে যেতে চান তাদের জন্য গুগল ম্যাপ লিংক দিয়ে দেব ডেস্ক্রিপশন বক্সে একটু দেখে নিন।

Sri Sri Sarada Mayer Bari
033 2533 9292

https://maps.app.goo.gl/UFhaknKLPUWvnV5j6

খোলার সময় -
সকাল - ৮.৩০ থেকে ১০.৩০ টা
বিকাল - ৩.৩০ থেকে ৮৩০ টা

শ্রী শ্রী মায়ের বাড়ি বা উদ্বোধনের অনতিদূরেই রয়েছে মায়ের ঘাট। যা শ্রী শ্রী মায়ের বাড়ি থেকে পায়ে হাঁটা ১০ মিনিট।
হুগলি নদীর পূর্ব তীরে এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল।
বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে মা ১৯০৯ সাল থেকে ১৯২০ সাল মানে দীর্ঘ ১১ বছর নিয়মিত স্নান এবং জপাদি করতেন।

শ্রী শ্রী সারদা মায়ের ১৫০ তম জন্ম শতবর্ষ উপলক্ষে এই ঘাট সম্পূর্ণ সংস্কার করে কলকাতা করপোরেশন থেকে শ্রী শ্রী সারদা মায়ের নামে উৎসর্গীকৃত করা হয়েছে।

#bagbazar #onedayouting #travelvlog #weekendtrip #onedaytrip #weekendvlog #weekendtripfromkolkata #বাগবাজার #মায়ের_বাড়ি #মায়ের_ঘাট #mayer_bari #বাগবাজারের_ইতিহাস #বাগবাজারে_কী_কী_দেখবেন #bagbazar_tourist_spot #mayer_ghat
#travel_with_swapnosayar

Loading comments...