মহাকাশে নিঃসঙ্গ ঘুরে বেড়ানো "Rogue Planet"

1 year ago
1

আসুন জানি "Rogue Planet" কি...!!!

মহাকাশ র্বিজ্ঞানীরা কয়েক ডজন নতুন "দুর্বৃত্ত" গ্রহ আবিষ্কার করেছেন, যেগুলো কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে না, এগুলো নিজেদের মনমতো ঘুরে বেড়াচ্ছে...!!!

গবেষকদের একটি দল পৃথিবী থেকে প্রায় 420 আলোকবর্ষ দূরে মহাকাশের একটি প্যাচে অভিভাবক নক্ষত্র(যাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে) ছাড়াই অন্তত 70টি এক্সোপ্ল্যানেটের একটি সংগ্রহ খুঁজে পেয়েছে - যা এখনও পর্যন্ত পাওয়া দুর্বৃত্ত গ্রহগুলির বৃহত্তম একটি গ্রুপ...!!!

সহজ করে বলি,,, পৃথিবী সহ আমাদের সোলার সিষ্টেমে যতো গ্রহ আছে, সবগুলো কিন্তু মাধ্যাকর্ষণের টানে সূর্যকে প্রদক্ষিণ করে...!!! এমনটা ঘটে সোলার সিষ্টেমের বাইরেও থাকা প্রতিটা গ্রহের ক্ষেত্রেই, মানে সব গ্রহগুলোই কোনো না কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে...!!!

কিন্তু এই নিঃসঙ্গ গ্রহগুলো কাউকে প্রদক্ষিণ করে না,,, এরা অন্য গ্রহের সমান ভর বিশিষ্ট বস্তুই...!!!এরা কোন মহাকর্ষীয় বল দ্বারা কোন নক্ষত্রের সাথে আবদ্ধ না,,, এই গ্রহগুলো মহাকাশে নিঃসঙ্গ ভাবে ঘুরে বেড়ায়...!!! সাধারণত এরা কোন নক্ষত্রকে পরিভ্রমণ না করে ছায়াপথকে (ব্ল্যাকহোল) পরিভ্রমণ করে...!!! এদেরকেই বলা হয় "Rogue Planet"...!!!

Video Created by: @nss3221

Loading comments...