গ্যালিলিও গ্যালিলির শনির বলয় আবিষ্কার...!!!

1 year ago
1

১৬১০ খ্রীষ্টাব্দের শেষভাগে গ্যালিলিও শনির বলয়ও আবিষ্কার করেন...!!! একই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে গ্যালিলিও সর্বপ্রথম দেখেন সূর্যে কতগুলো কালো দাগ আছে,,, কিন্তু ১৬১২ খ্রীষ্টাব্দের মে মাসের আগে তিনি এ আবিষ্কারের কথা প্রকাশ করেননি...!!!

ইংল্যান্ডের বিজ্ঞানী টমাস হ্যারিয়ট, হল্যান্ডের জন ফ্যাব্রিসিয়াস ও জার্মানীতে শাইনার স্বাধীনভাবে সৌরকলঙ্ক পর্যবেক্ষণ করেন...!!! তাদের আবিষ্কারের কথা গ্যালিলিওর আগেই প্রকাশিত হয়,,, এর ফলে সৌরকলঙ্ক আবিষ্কারের কৃতিত্ব হ্যারিয়ট, ফ্যাব্রিসিয়াস, শাইনার ও গ্যালিলিও প্রত্যেকেরই আংশিকভাবে প্রাপ্য...!!!

পৃথিবীর গতি সম্পর্কে গ্যালিলিওর মতবাদের জন্য তার বিচার করা হয়,,, ঘোষণা করা হয় যে, এগুলো ভয়ঙ্কর এবং ধর্মদ্রোহীতার শামিল...!!! ১৬৩২ সালের অক্টোবরে বিচারের সম্মুখীন হতে হয়,,, আদালত থেকে তাকে একটি দণ্ডাদেশ দেওয়া হয়...!!! যেখানে নির্দেশ দেওয়া হয় শপথের মাধ্যমে তাকে পূর্ববর্তী ধ্যান-ধারণা পরিত্যাগ করতে হবে...!!!

এই দণ্ডান্দেশের কার্যকারিতা প্রমাণের জন্যই তাকে সিয়েনায় একঘরে জীবন কাটাতে হয়,,, ১৬৩৩ সালের ডিসেম্বরে তিনি নিজ বাড়ি আরসেট্রিতে ফিরে যাবার অনুমতি পান...!!!
১৬৪২ সালের ৮ জানুয়ারি আরসেট্রিতেই তিনি মারা যান...!!!

Video created by: @nss3221

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole #bloodmoon #satan #penumbral #time #timedilation #eventhorizon  #Jupiter   #jupitersavesearth   #pluto   #water  #universe  #Kepler452b  #Starlink

Loading comments...