ll এখানেই শ্রীরামকৃষ্ণ রথযাত্রা পালন করেন/ স্বামী বিবেকানন্দ এখানেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে

1 year ago
1

#travelvlog #weekendtripfromkolkata #বলরাম_মন্দির #রামকৃষ্ণ_মঠ

বলরাম মন্দির, বাগবাজার

হ্যালো ফ্রেন্ডস, আবার নতুন ভিডিও নিয়ে হাজির। আজ আমরা যেখানে এসেছি, সেটি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে এক পরম তীর্থস্থান। জানেন কি আজ যে মন্দির আপনাদের নিয়ে যাব সেখানে 1897 সালের 1 লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এখানেই শ্রীরামকৃষ্ণ রথযাত্রায় রথ টানতেন আর ভাবে বিলীন হয়ে যেতেন?

আসুন আজ আমরা জানব সেই মন্দিরের পুরো কাহিনী। এই মন্দির কোথায় অবস্থিত, কখন খোলা থাকে, কী কী দেখবেন? সবকিছু আজ দেখাব আপনাদের। পুরো ভিডিওটি দেখতে থাকুন।

বন্ধুরা, আজ আমরা এসেছি বলরাম মন্দিরে। এটি বাগবাজারে অবস্থিত। গিরিশ ঘোষের বাড়ির থেকে পায়ে হেঁটে ঠিক দুই মিনিট।

বলরাম মন্দির আসলে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংস এই বাড়িতে তার কলকাতা-নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতে আসতেন। সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসের অন্যান্য শিষ্যরাও এই বাড়িতে বাস করেছেন।

যে ঘরে রামকৃষ্ণ পরমহংস তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন, সেটি এখন ঠাকুরঘর। সারদা দেবী যে ঘরে বাস করতেন, সেই ঘরটিতে একটি সিংহাসনে সারদা দেবীর ফটোগ্রাফ রেখে পূজা করা হয়। বলরাম মন্দিরে আরও একটি ঠাকুরঘর আছে। এখানে বলরাম বসুদের পারিবারিক গৃহদেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা হয়। বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোটো রথ রক্ষিত আছে। এই রথে বলরাম মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। উক্ত রথটি রামকৃষ্ণ পরমহংসও টেনেছিলেন বলে জানা যায়।

বলরাম বসুর বাড়িতে রথের দিন উৎসব হত। রথের আকৃতি ছোট হলেও বলরাম বসুর বাড়ির রথযাত্রার বেশ নামডাক ছিল। রথটি ১৮৮৪ সালে ৩ জুলাই বাংলার আবেগের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে গেল। সেদিন ছিল উল্টোরথ। হঠাৎ ঠাকুর রামকৃষ্ণ তাঁর ভক্তদের নিয়ে হাজির বলরাম বসুর বাড়িতে। নাচ গানের মাধ্যমে এই ছোট্ট রথের রশি নিজের হাতে তুলে নিয়েছিলেন ঠাকুর। সেই থেকে এই রথ শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে পরম পূজ্য হিসেবে বিবেচিত হয়।

বন্ধুরা আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।

#weekendtrip #weekendvlog #weekendtripatkolkata#onedaytrip #onedayouting #bagbazar #bagbazarbalarammandir

Loading comments...