চাঁদে মানুষের পায়ের ছাপ কি আদৌ মুছবে...???

1 year ago
1

সমুদ্রের তীরে যদি মানুষের পায়ের ছাপ পরে তাহলে পানির ঢেউ সেটাকে মুছে দেয়,,, যদি মরুভূমিতে মানুষের পায়ের ছাপ পরে তাহলে বাতাসে বালুর কারণে সেই ছাপ মুছে যায়...!!!
কিন্তু চাঁদে মানুষের পায়ের ছাপ কিভাবে মুছবে,,,??? আদৌ কি মুছবে নাকি রয়ে যাবে সবসময়ের জন্য...???

১৯৬৯ সালে মানুষের প্রথম চন্দ্র অভিযানের সময় নভোচারীদের রেখে আসা পায়ের ছাপ এখনো সেখানে আছে,,, প্রায় ৫৩ বছর আগের সেই পায়ের ছাপ সেখানে আছে কারণ সেখানে নেই পৃথিবীর মতো পানির ঢেউ,,, মূলতে সেখানে কোনো পানিই নেই...!!! আর নেই সেখানে পৃথিবীর মতো বায়ুমন্ডল,,, যার কারণে বালুর দ্বারা পায়ের ছাপ মুছে যাওয়ার কোনো চান্স নেই...!!!

তাহলে কি সেই ছাপ থেকে যাবে সবসময়...???
না, সেটাও না,,, এই পায়ের ছাপও একসময় মুছে যাবে, এর কারণ হচ্ছে সৌরঝড়...!!! সূর্য থেকে নির্গত সেই ঝড় প্রতিটা গ্রহকেই কম/বেশি আঘাত করে, আমরা সেই ঝড় টের পাই না কারণ আমাদের পৃথিবীর চৌম্বকীয় শক্তি অনেক বেশি...!!! সেই ঝড়ের কারণে সেই পায়ের ছাপ আস্তে আস্তে মুছে যাবে, তবে এই প্রক্রিয়াটা খুবই ধীরগতির...!!!

Video Created by : @nss3221

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole #bloodmoon #satan #penumbral #time #timedilation #eventhorizon  #Jupiter   #jupitersavesearth   #pluto   #water #universe #Kepler452b #Starlink

Loading comments...