Attahas || Moha Sotipith || অট্টহাস || মহা সতীপীঠ ভ্রমণ ||

1 year ago
8

|| মহা সতীপীঠ অট্টহাস মন্দির ||

পশ্চিমবঙ্গে যে কটি সতীপীঠ আছে তার মধ্যে একটি অট্টহাস। কলকাতা থেকে ১৮০ কিমি দূরত্বে বর্ধমান জেলায় অবস্থিত নিরোল গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পথ নির্দেশ:

হাওড়া-কাটোয়া অথবা শিয়ালদহ-শিবলুন হল্ট, জঙ্গীপুর প্যাসেঞ্জারে সকাল ৫-৩৫ মিনিটে ছেড়ে ১০-১৫মিনিটে পৌছানো যাবে। সেখান থেকে বাঁদিকে সাইকেল ভ্যানে (বাঁশের ছাউনিযুক্ত) চেপে ভীরকুল মোড়। ভাড়া ১৫ টাকা। সেখান থেকে বাসে নিরোল মোড়, ভাড়া ৫ টাকা। ২৫ মিনিট লাগে অট্টহাস পৌঁছতে।

সংক্ষিপ্ত বিবরণ:

অট্টহাস তেমন প্রচার পায়নি মূলত দুর্গম অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার জন্য। এটি একটি গহন অরণ্যের মধ্যে অবস্থিত। চারিদিকে ঘন বনাঞ্চল। গা ছমছম করা পরিবেশ। একেবারে নিরিবিলি ঘন গাছপালা বিশাল দিঘি সন্নিহিত পরিবেশ। চারিদিকে শুকনো ঝরা পাতা আছে। মন্দিরের পাশে কয়েকটা পিকনিক স্পট আছে। এই মন্দিরে সতীর ঠোঁটের অংশ পড়েছিল বলে কথিত আছে।

গ্রামের মধ্যে যাওয়ার আগে দুদিকেই ধান খেত। উঁচু-নীচু রাস্তা। প্রকৃতি এখানে উন্মুক্ত বাঁধন হারা। পৌরাণিক গাঁথার সঙ্গে ইতিহাসের সহাবস্থান চাক্ষুষ করা গেল এই অট্টহাসে এসে। বেঁচে থাকার আনন্দ আর জীবনীশক্তি অর্জনের সন্ধানে বেড়াতে হবে বাংলার আনাচে কানাচে, যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি একাকার হয়ে গেছে।

মন্দিরে যোগাযোগের নম্বর :
Contact 9903170372 / 9635469904

#tourwiththesanjibbiswas
#Tourwiththesanjibbiswas
#Attahas
#Attohas
#Attahasmahasatipith
#Attahassatipith
#Attohassotipith
#Attohasmohasotipith
#Attohas_Temple_Trip
#অট্টহাস_মন্দির _ভ্রমন
#অট্টহাস
#অট্টহাসসতীপীঠ
#অট্টহাসমহাসতীপীঠ
#অট্টহাসমন্দির
#Weekend_Tour_From_Kolkata
#Weekend_Trip_From_Kolkata
#Offbeat_Destination_of_West_Bengal
#Oneday_Trip_From_Kolkata

আমার ইউটিউব চ্যানেল লিংক :- https://www.youtube.com/tourwiththesanjibbiswas

আমার ফেসবুক গ্রুপ লিংক :- https://www.facebook.com/groups/311157776662788/?ref=share

Loading comments...