সেঙ্গল কী জানেন? কীভাবে এর সৃষ্টি? #amazingfact #generalknowledge #স্পন্দন #viral #shortsvideo

1 year ago
1

আজ ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন হল। এ প্রসঙ্গে একটা প্রায় অজানা ঘটনা জানাই।

ব্রিটিশ শাসনে শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কথিত আছে তিনি নাকি সরাসরি পণ্ডিত জওহরলাল নেহেরুকে প্রশ্ন করেছিলেন, এই যে ক্ষমতার হস্তান্তর হবে তার প্রতীক কী থাকবে?

সেই সময় গভর্নর জেনারেল সি গোপালাচারি জানিয়েছিলেন একটা তামিল ঐতিহ্য আছে যে পুরোহিত একটি রাজদণ্ড তুলে দেন। আর সেটাই ক্ষমতা হস্তান্তরের একটা প্রতীক। তিনি জানিয়ে দেন এটা আসলে চোল সাম্রাজ্য়ের একটা রীতি ছিল। সেটা ভারতের বর্তমান ক্ষমতা হস্তান্তরের প্রতীক হতে পারে। এরপর সি গোপালাচারি ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য এই রাজদণ্ড ব্যবহার কীভাবে হবে তার পরিকল্পনা তৈরি করেন। এরপর তিনি সেই সময় থিরুভাদুথুরাই আথিনামে যান। সেখানে প্রধান পুরোহিত এই কাজ করতে সম্মত হয়েছিলেন।

এরপর এক বিখ্যাত স্বর্ণকার এই রাজদণ্ড তৈরি করেন। প্রায় ৫ ফুট লম্বা এই সোনার রাজদণ্ড। তার মাথার সামনের দিকে একটা নন্দীর মূর্তি রয়েছে। এটা ন্যায় বিচারের প্রতীক।
এদিকে প্রাচীন নথি অনুসারে জানা যায়, সেই সময় মঠের এক প্রবীণ পুরোহিত গঙ্গাজলে এই রাজদণ্ডকে পবিত্র করে তা স্বাধীনতার মধ্যরাতে ঠিক ১৫ মিনিট আগে জওহরলাল নেহেরুর হাতে দেওয়া হয়েছিল। সেই রাজদণ্ডই এবার শোভা পাবে নয়া সংসদে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই রাজদণ্ড।

#স্পন্দন #viral #amazingfact #fact #shortsvideo #trending #trendingshorts #generalknowledge #shorts #sengal #sangsad

Loading comments...