আজ গেছিলাম নন্দিনীর চারা আনতে! তাও ফ্রী !! কোথায় পেলাম এই দামি গাছ দেখে নাও!!

1 year ago
1

#pinky #gardening #lifestylevlog #trending #viral #vlog #নন্দিনী #epf

বন্ধুরা আজ আমি কোথায় এসেছি নিশ্চয়ই আর বলে দিতে হবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা শিয়ালদহ স্টেশনের বাইরে হাজির। আজ এক মহাযজ্ঞে হাজির রয়েছি প্রায় শ' চারেক গাছ পাগল মানুষ। আজ তাপস বাঙ্গাল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এই মহামিলন উৎসব। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁকে ইতিমধ্যে দেখে থাকতে পারেন। আমি নিজে এক উদ্ভিদ বিষয়ক ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত। সেই গ্রুপে বিভিন্ন গাছ গাছালির বর্ণনা, ছবি সহ ও ভিডিও সহযোগে থাকে। থাকে পরিচর্যা করার প্রক্রিয়া জ্ঞাপন এবং প্রত্যেক সদস্যদের সাহায্য করার নিঃস্বার্থ প্রচেষ্টা। সর্বোপরি, আছে এক অভিনব সাহায্য। সকলের তরে সকলে আমরা এই আপ্তবাক্যকে সফল করার প্রয়াসে সবাই সবাইকে গাছ বিনিময় করার মাধ্যমে বাগান প্রেমী মানুষের একে অপরের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ঐকান্তিক ইচ্ছা, যাকে আপনি কুর্ণিশ না করে পারবেন না। আমার ছাদ বাগানের অনেক সম্পদই এই গ্রুপের সহৃদয় সদস্যদের সকৃতজ্ঞ দান।
তাপস বাঙ্গাল বাবুও এই গ্রুপের সদস্য। তিনি তাঁর বাগানের দুর্মূল্য নন্দিনী চারা প্রায় চারশত লোককে উপহার দেবার জন্য এই মিটের আয়োজন করেছেন। এর আগেও তিনি এই গাছ বিতরণ করেছেন। এবারের এই বৃক্ষদান মেলার বৃহৎ উৎসবে আমারও সাদর নিমন্ত্রণ ছিল। তাই ডাক পেয়েই ছুটে আসা এখানে। মনে হল আমার এই আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ ছাড়ি কেন ! তাই ভিডিওই বানিয়ে ফেললাম এই নিয়ে।

আপনারাও চাইলে এই গ্রুপে যোগদান করে গ্রুপের শ্রীবৃদ্ধি করতে পারেন। গ্রুপে যোগদানের লিংক আমি নীচে দিয়ে দিলাম।

আজ, যে ভিড় তা শুধুই নন্দিনীপ্রেমীদের বললে ভুল হবে। এখানে অনেক রকম গাছ সব সদস্য নিয়ে উপস্থিত নিজেদের মধ্যে বিনিময়ের জন্য। আমিও অনেক গাছ আজ পেলাম। এরিকা পাম, কলিয়াসের কাটিং, দেব কাঞ্চনের বীজ, এডেনিয়াম গাছের বীজ, পুদিনার কাটিং, লাল আঙুরের চারা, আরো কত কি!

যাই হোক, আশা করি ভিডিওটি নিশ্চয়ই অনুপ্রেরণা দিয়েছে আর মনে হচ্ছে নিজেও এই উপহার পেলে মন্দ হতো না! তাহলে চটপট এই গ্রুপে জয়েন করুন ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে।
আজকের মত টাটা। পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।

ফেসবুক গ্রুপটির নাম exchange plants for free.
গ্রুপটির লিংক 👇👇👇

https://www.facebook.com/groups/760945714657442/?ref=share

Loading comments...