Naked King (উলঙ্গ রাজা) Nirendranath Chakravarty || audio story by JUF anmol

1 year ago
10

Naked King (উলঙ্গ রাজা) Nirendranath Chakravarty || audio story by JUF anmol
Naked King (উলঙ্গ রাজা) Nirendranath Chakravarty || audio story by JUF anmol

---------------------------------------------------------------------
সাম্প্রতিককালের যেসব কবি তাঁদের কাব্য রচনার মাধ্যমে পাঠকদের মন জয় করে চলেছেন, সেইসব কবিদের মধ্যে সেরা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথের জন্ম ১৯২৪ খ্রিস্টাব্দে, অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায়। নীরেন্দ্রনাথের স্ব-রচিত জীবনীগ্রন্থ হল, ‘নীরবিন্দু'। এই গ্রন্থে তিনি নিজেকে মেলে ধরেছেন সেই শৈশবের দিন থেকে। বাংলাদেশের প্রকৃতি তাঁর শৈশবকে সমৃদ্ধ করেছিল। পরে তিনি কলকাতায় আসেন। নীরেন্দ্রনাথের বাবা ছিলেন খ্যাতিমান এক অধ্যাপক। সুতরাং লেখাপড়ার বিষয়ে তাঁর কখনও কোনো অসুবিধাই হয়নি। সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। রবিবাসরীয় ‘আনন্দবাজার’ এবং ‘আনন্দ মেলার' তিনি দীর্ঘদিন সম্পাদক ছিলেন। 'নীল নির্জন 'কাব্য গ্রন্থ লিখে তিনি রাতারাতি নাম করেন। এর পর তিনি একে একে লিখেছেন, 'অন্ধকারের বারান্দা, ‘কলকাতার যিশু', ‘উলঙ্গ রাজা' প্রভৃতি কাব্য। নীরেন্দ্রনাথ হলেন একজন মননশীল আধুনিক কবি। তবে তিনি সর্বৈব আবেগ বর্জিত নন। প্রেম ও ভালোবাসার উপাদান তাঁর কবিতায় প্রচুর। নীরেন্দ্রনাথ এখনও লিখে চলেছেন।
---------------------------------------------------------------------
Time:
Start 00:00
from 1:43
write 2:00
---------------------------------------------------------------------
#NakedKing
#NirendranathChakravarty
#JUFanmol
---------------------------------------------------------------------

Loading comments...