Venus (শুক্র গ্রহ)

1 year ago
4

আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে (Venus) শুক্রগ্রহ...!!!

বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে...!!!

সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র,,,শুক্র গ্রহের তাপমাত্রা ৮৬৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬৪° ডিগ্রি সেলসিয়াস...!!!

সেখানের বায়ুমণ্ডল যথেষ্ট ঘন এবং কার্বন ডাই অক্সাইড পরিপূর্ণ,,, কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে তাপ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, তাই সেখানে তাপমাত্রা এতো বেশি...!!!

সবগ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তাই আমর্ দেখতে পাই সূর্য পূর্বদিকে উঠে আর পশ্চিমদিকে অস্ত যায়,,, কিন্তু শুক্র গ্রহের ক্ষেত্রে বিষয়টা উল্টো, এই গ্রহ ঘড়ির কাঁটার দিকেই ঘোরে, যে কারণে শুক্র গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয় ও পূর্ব দিকে অস্ত যায়...!!!

একবার সম্পূর্ণভাবে নিজের কক্ষপথ বেয়ে সূর্যকে পরিভ্রমণ করতে শুক্র গ্রহের সময় লাগে ২২৫ দিন,,, মানে শুক্র গ্রহের বছর হয় ২২৫ দিনে...!!!

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar

Loading comments...