Bangbazar fire destroyed the dream of Eid।। ঈদের স্বপ্ন ছাই করে দিল বঙ্গবাজারের আগুন

1 year ago
21

নানান রঙ্গের কাপড়গুলো মোড়ানো ছিল স্বচ্ছ পলিব্যাগে, সে সব রঙ এখন একটাই, ধুসর- কালো। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বাজার ছিল জমজমাট আজ সেখানে ধ্বংসস্তুপ আর হাহাকার। নতুন কাপড়ের ঘ্রানের বিপরিতে এখন সেখানে শুধুই পোড়া গন্ধ।

অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বন্ধ করতে পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আজও উৎসুক জনতা ভিড় করছেন বঙ্গবাজার এলাকায়। চারদিকে অসংখ্য উৎসুক মানুষের উপস্থিতি। কোলাহলের চিরচেনা আবহের মধ্যেও অপরিচিত এক বঙ্গবাজার যেন দাঁড়িয়ে আছে; যার বুক জুড়ে ধ্বংসস্তুপ, পোড়া ছাই।
ক্রেতা-বিক্রেতার কারও ব্যস্ততাও নেই। আগুনে সব শেষ করে দিয়েছে এখানকার সবার। ছাই আর ধোঁয়া ছাড়া আর কিছু নেই, ব্যবসায়ীরা পথে বসে গেছে আজ।

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উঠে দাঁড়াতে ৭০০ কোটি টাকা প্রয়োজন বলে দাবি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় যদি কোনো সংস্থার অবহেলা থাকে, আর তার প্রমাণ যদি মূল্যায়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে, তাহলে অবশ্যই বিচার হবে। এ ঘটনায় কোনো সংস্থার যদি দুটি অবহেলা থাকে, তবে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিচার হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের করপোরেশনের নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না। আমি আগেই বলেছি- আমরা সাধ্যমত সাহায্য করব। আমরা ব্যবসায়ীদের ক্ষতির মূল্যায়ন করব।”

৪ মার্চ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে সব শেষ।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

https://www.youtube.com/@news4justice/channels

Loading comments...