জানেন কি এমন ব্যাঙ আছে যে বাইরে থেকে তার শরীরের সবকিছু দেখা যায় /#স্পন্দন #sciencefacts #shorts

1 year ago
1

#স্পন্দন #sciencefacts #viral #বিজ্ঞান_সম্মত_আলোচনা #trendingshorts #shortsvideo #shorts #trending #viral #viralshorts #reticulatedglassfrog

রেটিকুলেটেড গ্লাস ব্যাঙ (Reticulated glass frog)

গ্লাস ফ্রগ" নামটি তার পেটের সাদা, স্বচ্ছ ত্বক থেকে উদ্ভূত হয়েছে,।

এর পেট এতটাই স্বচ্ছ যে হৃদপিণ্ড, কিডনি এবং মূত্রাশয় সহ অভ্যন্তরীণ সব অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখা যায়।

ব্যাঙগুলোর গায়ের রং সাধারণ উজ্জ্বল সবুজ হয়। কাচের ব্যাঙের সাইজ, প্রজাতির উপর নির্ভর করে প্রতিটির ওজন প্রায় 5 থেকে 14 গ্রাম পর্যন্ত হতে পারে। এরা প্রায় ৩ সেন্টিমিটার থেকে ৭.৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

কাচের ব্যাঙ দেখা মিলে, কোস্টারিকা, কলম্বিয়া, হন্ডুরাস, মেক্সিকো এবং পানামা সহ মধ্য ও দক্ষিণ আমেরিকা জুড়ে আর্দ্র পাহাড়ী বনে পাওয়া যায় এদের।

Loading comments...