ঘাটশিলা ভ্রমণ ll দু' রাত তিনদিনের ট্রিপ ll কম খরচে ঘাটশিলা ভ্রমণের উপায় ll কী কী দেখব ঘাটশিলায় ll

1 year ago
1

#vlog #pinky #travelvlog #viral #trending #ঘাটশিলা #ghatshila

হাই ফ্রেন্ডস, কেমন আছ তোমরা। আশা করি সব কুশলেই আছ। আজ শুরু করলাম নতুন ভিডিও। আমার নতুন ট্রাভেল ব্লগ,'বন পলাশের ডায়েরি'! ঘাটশিলা ভ্রমণের দুই রাত তিন দিনের দিনলিপি। অনেক মজা, আর গল্পের মধ্যে দিয়ে এই পথচলা। আমি ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। তোমরা সাথে থেকো।

আজ বৃহস্পতিবার। বিকেল থেকেই আকাশের মুখ ভার। মনে হয় আজ ভালোই ঢালবে। জানি না কাল ভোরে কীভাবে ট্রেন ধরব। আজ সকালেই ও ট্রেনের টিকিট কেটে এনেছে। হঠাৎ করেই ঠিক হল কাল ভোরে ঘাটশিলার ট্রেন ধরব। সকালে যখন আমায় সারপ্রাইজটা দিল, তখন বেশ অবাকই হয়েছিলাম, ভালোও লেগেছিল বেশ। অনেকদিন কোথাও কাছেপিঠে যাওয়া হয় নি। মেয়ে হবার পর থেকে ঘোরাটাও যেন আজকের আকাশের মত থম মেরে গেছে। বৃষ্টির মতো রিফ্রেশমেন্ট এই ঘোরাটাও আমার কাছে। দেখা যাক, কপালে কী আছে। তোমরা কে কে ঘাটশিলা গেছ, কমেন্ট করে জানিও। তোমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার কোরো আমার সাথে।

যাই হোক, ভোর সোয়া চারটায় এলার্ম দিয়ে তো শুলাম। কিন্তু উত্তেজনায় ঘুম আর আসে না। সাড়ে তিনটে থেকেই রেডি হতে শুরু হলাম। ভোর পৌনে পাঁচটায় আমরা বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে থেকে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে এলাম। গন্তব্য বালি। সেখান থেকে ট্রেনে হাওড়া স্টেশন। আশি টাকায় শেয়ার কারে বালি এসে ফার্স্ট বর্ধমান লোকাল ট্রেন ধরে সোজা হাওড়া। ঊনিশ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েই ছিল হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। সুপার ফাস্ট এই ট্রেনটির পরিষেবা যথেষ্টই ভালো। সকাল ছটা কুড়িতে ছাড়বে। ঠিক টাইমে গাড়ি ছাড়লেও গাড়ি পনের মিনিট লেটে ঘাটশিলা স্টেশনে ঢুকলো। আমাদের কিছুই বুক করে আসি নি। তাই আমার শাশুড়ি, মেয়ে আর আমাকে স্টেশনে ফেলে রেখেই ও ছুটলো হোটেল আর গাড়ি বুক । কিছুক্ষণ পরে ফিরে এসে আমাদের স্টেশন সংকরতেলগ্ন দোকান থেকেই ব্রেকফাস্ট করালো। তারপর অটো করে চললাম হোটেলের পথে। হোটেল অপরাজিতা। ছিমছাম সুন্দর ঘর। আমার শাশুড়ির পায়ে ব্যথা থাকায় আমরা গ্রাউন্ড ফ্লোরেই ঘর নিলাম।
সেখানে রিফ্রেশ হয়েই ছুট আজকের দিনের সাইট সিয়িং করতে। ফার্স্ট ডেস্টিনেশন ফুলডুংরি পাহাড়। বিভূতিভূষণ যখনই সময় পেতেন চলে আসতেন এই পাহাড়ের চূড়ায়। এখান থেকে ঘাটশিলাকে সুন্দর দেখা যায়। শাল পিয়ালের জঙ্গল ঘেরা এই পাহাড়ের নিস্তব্ধতা লেখককে অনুপ্রাণিত করেছিল অনেক বিখ্যাত বই লেখায়।

Loading comments...