ll পূর্ব ভারতের সবথেকে বড় শিবমূর্তি আমাদের এই কলকাতার পাশেই জানেন কি? চলুন ঘুরে আসা যাক ওখান থেকে ll

2 years ago
1

ভ্রমণপ্রেমী মানুষরা নিত্যনতুন জায়গার সন্ধান করে থাকেন হামেশাই। ধারে কাছে আমাদের হাতের নাগালের মধ্যেই এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে যা আমরা অনেকেই জানি না। আজ সেরকমই একটি দর্শনীয় স্থানের সন্ধান দিতে এই ভিডিও নিয়ে হাজির হলাম। পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে রয়েছে বহু দেবদেবীর মন্দির। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বললে ভুল হয়, সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে একাধিক দেবদেবীর মন্দির। আর দেবাদিদেবের মন্দির উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই বিরাজমান। তবে পূর্ব ভারতের সবথেকে উঁচু শিব মন্দির রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তথা হাওড়ায়, এ কথা অনেকেরই জানা নেই। চলুন সেই ঐতিহ্যবাহী মন্দির সম্পর্কে আজ বিস্তারিত জেনে নেওয়া যাক।

হাওড়া সালকিয়ায় রয়েছে বঙ্গেশ্বর মহাদেবের মন্দির।এটি পূর্ব ভারতের সবথেকে লম্বা, পাঁচ মাথা বিশিষ্ট শিব মূর্তি হিসেবে পরিচিত। এখানকার এই শিব মূর্তির উচ্চতা ৫১ ফুট।মন্দিরটি অবস্থান করছে হুগলি নদির একদম তিরে। নদীর এপার থেকে এই বিশালাকার শিবির মুর্তিটি চোখে পড়ে।২০১৫ সালের ১৩ই ডিসেম্বর ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মন্দিরটি উদ্বোধন করেন।পাঁচ মাথা যুক্ত এই তিন টনের শিব মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৬মাস।

হাওড়ার সালকিয়া বাঁধাঘাট শ্মশানের নিকটেই রয়েছে এই বঙ্গেস্বর মন্দির বা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির।এই অঞ্চলে হিন্দি-ভাষী মানুষের আধিক্য থাকায় মন্দিরটি নয়া মন্দির বা নতুন মন্দির নামেই খ্যাত স্থানীয়দের কাছে।হাওড়া ব্রিজ থেকে বা গঙ্গায় লঞ্চে যাতায়াতের সময় উচ্চতার কারনে দূর থেকেই সাধারণের চোখে পড়ে মূর্তিটি।

কি ভাবে যাবেন?

কলকাতা থেকে আহেরিটোলা,ফেয়ারলী বিভিন্ন ঘাট থেকে লঞ্চে আসা যায় বাঁধাঘাটে।ঘাটে নেমে সালকিয়া স্কুল রোড ধরে ৫ মিনিটের সোজা হাঁটাপথ।এছাড়া জেলার নানা প্রান্ত থেকে যারা আসবেন তাদের প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন বা বাসস্ট্যান্ডে সেখান থেকে সালকিয়াগামী বাসে বাঁধাঘাট।

#বাড়ির_পাশেই
#কলকাতার_সবচেয়ে_বড়_শিবমূর্তি
#wandered_soul

Loading comments...