কবি শঙ্খ ঘোষের গলায় স্বরচিত আবৃত্তি শুনুন তাঁর 'মিথ্যে' কবিতাটি #life_captured #shorts #recitation

2 years ago
1

#life_captured #liveconcert #আবৃত্তি #শঙ্খ_ঘোষ

মিথ্যে
- শঙ্খ ঘোষ
_________________
এই মুখ ঠিক মুখ নয়
মিথ্যে লেগে আছে
এখন তোমার কাছে যাওয়া
ভালো না আমার।
তুমি স্নেহে সুদক্ষিণা বটে
মেঘময় ঠোঁট নেমে আসে
তোমার চোখের জলে আজও
পুণ্যে ভরে ওঠে রুদ্ধ দেশ
আমি তবু ছিঁড়ে যাই দূরে
এই মুখ ঠিক মুখ নয়
হলুদ শরীর থেমে যায়
বোধহীন, তাপী
তোমার অনেক দেওয়া হলো
আমার সমস্ত দেওয়া বাকি।

Loading comments...