ই-ভিসা চালু না হওয়ায় বিদেশীরা বাংলাদেশে আসছে না

2 years ago

ভিসা জটিলতাসহ নানা কারণে বাংলাদেশ ভ্রমণে অনীহা বিদেশী পর্যটকদের। ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা, বিভিন্ন দেশে দূতাবাস না থাকা, ই-ভিসা চালু না হওয়ায় বিদেশীরা আসছে না বলে দাবি--পর্যটন ব্যবসায়ীদের। এ অবস্থায় ভিসা-অন-অ্যারাইভাল বা আগমনী ভিসা সহজ করার পাশাপাশি ই-ভিসা চালুর দাবি--ট্যুর অপারেটরদের।

Loading comments...