গ্যারেথ বেলের গোল ১ পয়েন্ট এনে দিয়েছে ওয়েলসকে

2 years ago
1

যুক্তরাষ্ট্র ১: ১ ওয়েলস

ওয়েলসের বিশ্বকাপ প্রত্যাবর্তনে বেলের গোল, বাবার স্বপ্ন পূরণ টিমোথি উইয়াহর

বিশ্বসেরা হয়েছিলেন। তবু একটা আক্ষেপ নিয়েই ফুটবল ক্যারিয়ারটা শেষ করেছিলেন আফ্রিকার দেশ লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়াহ। বিশ্বসেরাদের টুর্নামেন্ট বিশ্বকাপেই যে কখনো খেলা হয়নি তাঁর। তাঁর দেশ লাইবেরিয়া যে বিশ্বকাপের বাছাইপর্বের বাধাই পেরোতে পারেনি কখনো।

১৯৯৫ সালে আলাদাভাবে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহর সেই আক্ষেপ একটু হলেও দূর হলো আজ। তাঁর ছেলে টিমোথি যে বিশ্বকাপ খেলে ফেললেন!

লাইবেরিয়া তো এবারও বিশ্বকাপে নেই। টিমোথি বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করলেন ভিন্ন এক দেশের জার্সি গায়ে চড়িয়ে। সেই দেশটার নাম যুক্তরাষ্ট্র। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করা টিমোথি ২০১৮ সালেই প্রথম গায়ে উঠিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি।

শুধু কি বাবার স্বপ্ন পূরণ, বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই জন্মভূমি যুক্তরাষ্ট্রকে গোল উপহার দিয়েছেন। ২২ বছর বয়সী ফরোয়ার্ডের দেওয়া গোলটা অবশ্য জেতাতে পারেনি আট বছর পর বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রকে।

Loading comments...