প্লাস্টিকের বিকল্প পৃথিবী কেমন হবে? | Alternative world of plastic | State Watch

2 years ago
8

১৯৫০ সালের পর বিশ্বে উৎপাদিত প্রায় ৮.৩ বিলিয়ন টন প্লাস্টিকের প্রায় দুই-তৃতীয়াংশ শেষ পর্যন্ত মাটি, নদী বা সমুদ্রে মিশে দূষণের কারণ হয়েছে। প্লাস্টিক সত্যিই জাদুকরী এক জিনিস। উৎপাদনে সস্তা, হালকা ওজন ও টেকসই হওয়ায় প্লাস্টিকের চাহিদাও অনেক। আবার প্লাস্টিকের বিকল্প হিসেবে টেকসই ও সহজে ক্ষয়প্রাপ্ত কোনো উপাদান খুঁজে পাওয়াও কঠিন। তবে, অসংখ্য বিজ্ঞানী ও প্রতিষ্ঠান এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখে নেওয়া যাক প্লাস্টিকের কিছু বিকল্প উপাদান।

#plasticpollution #alternativeofplastic #plastic #statewatch

Loading comments...