এবার আর্জেন্টিনার ফুটবলে সংঘর্ষে ঝরলো প্রাণ | Argentina Football News | Argentina World Cup Plane

2 years ago

আকাশী নীল সাদায় ছেয়ে গেছে পুরো বিমান। বিমানের বাইরের অংশে আর্জেন্টিনার স্বপ্নের তারকা লিওনেল মেসির ছবি আঁকা। তার চারপাশে রদ্রিগো ডি পলরাও আলো ছড়াচ্ছেন। কাতার বিশ্বকাপে এই বিমানে চড়েই আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাবেন দেশটির ফুটবল সমর্থকরা। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলাইনাস এ ৩৩০-২০০ এ বিমানটি বিশেষভাবে সাজিয়েছে বিশ্বকাপ উপলক্ষ্যে।

Loading comments...