ll কোথায় এমন রেস্টুরেন্ট আছে যেখানে আপনি অর্ডার দিলেন এক সার্ভ হল আরেক,আপনি কিচ্ছু বলতে পারবেন না l

2 years ago
1

#অনুপ্রেরণামূলক #the_restaurant_of mistaken_orders #ডিমেনশিয়া

এক আজব রেষ্টুরেন্ট রয়েছে জাপানে। জাপানের টোকিও শহরে অবস্থিত এই রেষ্টুরেন্টের নামটাও অভিনব - "দ্য রেষ্টুরেন্ট অফ অর্ডার মিসটেকার্স"।

এই রেষ্টুরেন্টের বিশেষত্ব হলো - এখানে কাজ করা সমস্ত ষ্টাফ "ডিমেনশিয়া"(Dementia) রোগে আক্রান্ত। এরা মনভ্রমের শিকার, সোজা কথায় বলতে গেলে - এরা কোনো কিছুই মনে রাখতে পারে না।

এই রেষ্টুরেন্টের মাধ্যমে সমাজে বার্তা পৌঁছে দেওয়া হয় যে - ডিমেনশিয়া রোগীরা ফেলনা নয়। সদিচ্ছা থাকলে, তাদের মাধ্যমেও অনেক কাজ করিয়ে নেওয়া সম্ভব।

আজকের দিনে টোকিও শহরের মানুষের কাছে এই রেষ্টুরেন্ট একটা দারুণ ডেষ্টিনেশন। বহু মানুষ সেখানে যান খাওয়া দাওয়া সেরে নিতে।

হোটেলের ওয়েটার থেকে রাঁধুনি, হেলপার, সবাই ডিমেনশিয়া রোগের শিকার। কখনো খাদ্যে লবণ দিতে ভুলে যান, আবার, মনের ভুলে কখনো তিন চারবার লঙ্কা ব্যাবহার করে ফেলতে পারেন। সবটাই তাদের ইচ্ছা, এখানে কাষ্টমারের ইচ্ছা-অনিচ্ছা গুরুত্বহীন।

খাদ্য অখাদ্য হয়ে গেলেও, আপনাকে খেতে হবে। কোনো প্রতিবাদ করা চলবে না। এটাই এই রেষ্টুরেন্টের লিখিত নিয়ম।

এবার আপনি ভাবছেন, ক্যাশিয়ার নিশ্চয়ই ডিমেনশিয়া রোগী। আপনি খাবেন, আর ক্যাশিয়ার পেমেন্ট নিতে ভুলে যাবেন, অথবা আপনার পেমেন্ট নিয়ে, মনের ভুলে আপনাকে অতিরিক্ত টাকা ফিরিয়ে দেবে।

তাই না !!

অতোটা সহজ ভাববেন না। ক্যাশিয়ার কিন্তু সম্পূর্ণ সুস্থ। এক্ষেত্রে কোনোরকম টালবাহানা চলবে না।
আপনাকে পাই-টু-পাই পেমেন্ট করতে হবে।

এতো অব্যবস্থাপনা সত্বেও জাপানের মানুষ সেখানে যান। কারণ তাদের ইচ্ছে পেটপুরে খাওয়া দাওয়া নয়। বরং মতিভ্রমের শিকার মানুষগুলোর প্রতি সমর্থন জানিয়ে আসা।

যাইহোক, জাপানের মানুষের এই পদক্ষেপ কিন্তু দৃষ্টান্ত মুলক। তারা ডিমেনশিয়া রোগীদের কথাও ভাবে। যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো সুস্থ মানুষের কর্মসংস্থানের কথা ভাবতে পারে না।

Loading comments...