ll শ্রাবণ মাসের সোমবার শিবের পূজা করলে মহাদেব খুশি হয় কেন? জানুন সেই রহস্য ll

2 years ago

শ্রাবণ মাস হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুসারে মহাদেবের অত্যন্ত প্রিয় সময়। গোটা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পুজো অর্চনা করে থাকেন তাঁর ভক্তরা। এই সময় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ পূণ্যার্থী যান। শ্রাবণে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এই বছর ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাস শুরুই হচ্ছে সোমবার দিয়ে। সোমবার যেহেতু শিবের দিন, তাই শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে।
জেনে নিন শ্রাবণ মাসের সোমবারে কী ভাবে মহাদেবের আরাধনা করবেন।
* শ্রাবণ মাসের সোমবার যতটা সম্ভব ভোরে ঘুম থেকে উঠুন। স্নান সেরে মহাদেবের ধ্যান করুন।
* এরপর শিবের মূর্তি বা ছবি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন। 'ওম নমহঃ শিবায়' মন্ত্র পাঠ করতে থাকুন।
* মহাদেবের পঞ্চামৃত রুদ্রাভিষেক করুন এরপর। পঞ্চামৃত রুদ্রাভিষেকের জন্য প্রয়োজন জল, দুধ, দই। এর সঙ্গে মাতা পার্বতী ও নন্দীকেও গঙ্গাজল অথবা দুধ নিবেদন করুন।
* মহাদেবের মন্ত্রোচ্চারণ করার সময় ১০৮টি বেলপাতা নিবেদন করুন।
* ধুতরো ফুল, গাঁজা, গুড় ও দুধের তৈরি মিষ্টি দিয়ে শিবের পুজো করুন।
* প্রসাদ হিসেবে মহাদেবকে ঘি ও চিনি নিবেদন করুন।
* ধূপকাঠি জ্বালিয়ে প্রথমে গণেশ ও তারপর মহাদেবের আরতি করুন।
* পুজো শেষে মহাদেবের শ্রাবণ মাসের ব্রতকথা শুনুন।
শ্রাবণ মাসের মাহাত্ম্য

হিন্দু পুরাণ অনুসারে সনত্‍ কুমার মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তিনি শ্রাবণ মাস এত পছন্দ করেন। এর উত্তরে মহাদেব বলেন যে শ্রাবণ মাসেই পিতার দক্ষের মুখে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেন সতী। তাঁর দ্বিতীয় জন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে শ্রাবণ মাসেই শিবকে প্রচণ্ড তপস্যার দ্বারা তুষ্ট করেছিলেন তিনি। শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলেই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়।

#মোক্ষ #শ্রাবণ_মাসের_রহস্য #সোমবার_শিব_পুজো

ভারতের এমন এক মন্দির যা নাকি ভূতেরা বানিয়েছে
https://youtu.be/98DkaQzQgHw

মহাদেবের পাশে কেন ডমরু ও ত্রিশূল থাকে কেন?
https://youtu.b/L08wwQmRysM

তারকেশ্বর মন্দিরের ইতিহাস
https://youtu.be/K8X05tEf13Y
https://flipkart.app.link/2CevsMc9Fsb

Loading comments...