ll শ্রাবণ মাসে শিবের সামনে এই তিনটি জিনিস রাখুন আপনার জীবন বদলে যাবে ll অর্থ সমৃদ্ধি জীবনে আসবেই ll

2 years ago

শ্রাবণ মাসে শিবলিঙ্গের সামনে রাখুন এই জিনিস, অর্থনৈতিক সংকট দূর হবে

শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। এই দিনগুলিতে যদি আপনি শিবলিঙ্গের সামনে এই জিনিসগুলি রাখতে পারেন, তাহলে আপনার অর্থভাগ্য ফিরে যাবে। আপনার অর্থভাগ্য যদি ফিরে যেতে চান, তাহলে অবশ্যই
এই ভিডিওটি দেখুন।

১) শিবলিঙ্গের সামনে অবশ্যই আপনাকে রুদ্রাক্ষ রাখতে হবে। কারণ রুদ্রাক্ষ যদি আপনি না রাখেন, তাহলে শিবের কৃপালাভ সম্ভব হয় না। শ্রাবণ মাসের শিব মূর্তিতে বা শিবের ফটো রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে দিতে পারেন। এতে জীবনে আসবে সমৃদ্ধি।

২) শ্রাবণ মাসের শিবলিঙ্গের সামনে আপনাকে একটি ত্রিশূল রাখতে হবে। এই ত্রিশূল যদি আপনি রাখেন, তাহলে দেখবেন আপনার জীবন কত ভালো হয়ে গেছে। শ্রাবণ মাসে অবশ্যই ত্রিশূল রাখুন। রুপোর ত্রিশূল হলে আরও বেশি ভালো হয়।
৩) শ্রাবণ মাসে যদি শিব লিঙ্গের ওপরে অথবা শিবের মূর্তি কিংবা শিবের ছবির উপরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেকটাই প্রসন্ন হয়। এইভাবে নিয়ম করে যদি গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের পুজো করা যায়, তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

#মোক্ষ #শ্রাবণ_মাসে_শিবপূজা #রুদ্রাক্ষ #ত্রিশূল #গঙ্গাজল
https://flipkart.app.link/2CevsMc9Fsb

Loading comments...