ll Vlog#3 / ঘরে কী কী গাছ লাগালে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি আসবেই/বাস্তুশাস্ত্র/ Lifestyle Tips ll

2 years ago

কী কী গাছ ঘরে বা অফিসে রাখলে অর্থনৈতিক উন্নতি খুব তাড়াতাড়ি সম্ভব? বাস্তুমতে এই গাছগুলো আমাদের যেমন উপকারী তেমনই অর্থনৈতিক উন্নতির জন্য উপযোগী।
জেনে নেওয়া যাক গাছগুলোর নাম ও আর তার উপকারিতা।

যে পাঁচটি উপকারী গাছ বাড়ি কিংবা অফিসে রাখার জন্য একেবারে আদর্শ

বাড়িতে, অফিসে যদি এই গাছগুলো লাগাতে পার তাহলে দেখবে উন্নতি অবধারিত। শুধু তাই নয়, বাড়িতে থাকা অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হবে। মানসিক অবসাদগ্রস্ত জীবন থেকে বেশ খানিকটা মুক্তি পেতে পারবে। এছাড়া চাকরিস্থলে উন্নতি হবে, তাই আর দেরি না করে চটজলদি দেখে ফেলা যাক কি সেই সমস্ত গাছ যে গাছ রাখলে জীবন পাল্টে যেতে পারে।

১) বাস্ত মতে, বাড়িতে কিংবা অফিসে একটি কাঁচের জায়গায় অথবা মাটির জায়গায় যেকোন ভাবেই একটি মানিপ্লান্ট কে লাগাও। মানিপ্লান্ট কিন্তু তোমার জীবনকে বদলে দিতে পারে, তবে কখনই সরাসরি মাটিতে মানিপ্লান্ট লাগাবে না। অথবা মানিপ্লান্টকে ওপর থেকে ঝুলিয়ে দেবে না, একে সব সময় মাটির উপর একটি বড় পাত্র দিয়ে সেই পাত্রের মধ্যে মানিপ্লান্ট দিয়ে ওপরে উঠিয়ে দাও। মানিপ্লান্ট যত বৃদ্ধি পাবে তোমার অর্থনৈতিক ভাগ্য তত বেড়ে যাবে।

২) লাকি বাম্বুকে তুমি তোমার গৃহের মধ্যে রাখতে পারো, কখনো ডাইনিং টেবিলের উপরে, কখনো বা তোমার গৃহে সেন্টার টেবিলের ওপরে অথবা বেডরুমে যে কোন জায়গায় কিংবা অফিস ডেস্ক এর উপরে লাকি বাম্বু ট্রি লাগিয়ে ফেলো। ওপরে একটি লাল রঙের রিবন লাগাও, এতে কিন্তু তোমার অর্থভাগ্য বৃদ্ধি পাবে।

৩) তুমি যদি তোমার গৃহে আইভি গাছ লাগাতে পার, তাহলে সেই গাছ কিন্তু বাতাস থেকে প্রায় 24 ঘণ্টার মধ্যে প্রায় সব সময়ই 60 শতাংশ অক্সিজেন দেয় এবং 58 শতাংশ দুর্গন্ধ টেনে নিতে সাহায্য করে। বাস্তু মতে এই গাছ তোমাকে শারীরিকভাবে সুস্থ করে তুলবে।

৪) ঘরের ভেতরে, বারান্দায়, ছাদে অথবা বাগানে কিংবা অফিসের আশেপাশে অথবা অফিস ডেস্কে যেখানে উজ্জ্বল আলো আসে, সেখানে তুলসী গাছ রোপন করতে পার। এই তুলসী গাছ বাস্তু মতে অত্যন্ত উপকারী একটি গাছ। আর এই গাছ তুমি কি জানো প্রায় কুড়ি ঘন্টা অক্সিজেন সাপ্লাই করে? তাই অবশ্যই তুলসী গাছ লাগাও।

৫) ঘর কিংবা অফিস ডেস্ক এর উপরে ছোট্ট পাত্রের মধ্যে রাখতে পার অ্যালোভেরা। বাস্তুমতে, অ্যালোভেরা অত্যন্ত শুভ একটি গাছ। জান কি বাতাস থেকে নয় প্রকার ক্ষতিকারক গ্যাস কে শুষে নিতে সাহায্য করে অ্যালোভেরা। এই গাছগুলি তুমি তোমার ঘরে এবং অফিস ডেস্ক এর উপরে লাগিয়ে সাজিয়ে ফেলো, এতে তোমার জীবন অনেক সুন্দর হবে।

#vlog #lifestyle #pinky #luckybamboo #alovera #basil #ivy #moneyplant #vastu #vastutips

https://flipkart.app.link/2CevsMc9Fsb

Loading comments...