happy independence day

2 years ago
3

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

Translation by Ratna De

O humble me beneath the dust of your feet
O drown all my arrogance in my tears
In giving glory to myself, I only abase myself
In being immersed in me, I only go around in circles,
O drown all my arrogance in my tears
Let me not project myself in my work
Let your will be done in my life
I ask for your eternal peace; in my heart your everlasting presence
Surround and shelter me in your lotus-heart
O drown all my arrogance in my tears.

Loading comments...