কোন রকম রেজিষ্ট্রেশন ফি এবং মাসিক চার্জ ছাড়াই ডাক্তারের চেম্বারে রোগী বাড়বে দ্বিগুন

2 years ago
26

ফেইজবুক এবং ইউটিউবে টাকা খরচ করে চেম্বারের এড দিচ্ছেন তো। তা আর দরকার হবেনা।

রেজিষ্ট্রেশন ফি এবং মাসিক কোন চার্জ ছাড়াই আপনার চেম্বারের বিজ্ঞাপন দিন doctor Serial bd অ্যাপ থেকে।

১।গুগল প্লে স্টোর থেকে এখুণি doctor serial bd অ্যাপটি ইনস্টল করুন
২। রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন, এরপর ডাক্তার বাটনে ক্লিক করে আপনার সকল তথ্য পূরণ করে সাবমিট করুন। এডমিন প্যানেল কর্তৃক অনুমোদিত হওয়ার পর প্রবেশ বাটনের উপর ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করুন।
৩। নিচেই চেম্বার বাটনের উপর ক্লিক করে আপনার যদি একাধিক চেম্বার থাকে তাহলে প্রত্যেকটি চেম্বার আলাদা আলাদা ভাবে সংযুক্ত করুন।
৪। চেম্বারগুলি সংযুক্তি শেষে ডান পাশে থাকা সুইচ বাটনটি অন করে দিন।
৫। বিস্তারিত জানতে নিচেই ডান পাশে থাকা প্রোফাইল বাটনের মধ্যে থেকে নির্দেশিকাটি ফলো করুন। শর্ত প্রযোজ্য
অ্যাপটি ইনস্টল করতে উক্ত লিংকে ক্লিক করুন:
http://play.google.com/store/apps/details?id=com.doctor_serail.doctor_serial_app

Loading comments...