ll বিজ্ঞানের মজা ll Chemical chameleon ll

3 years ago
1

#স্পন্দন
#spondon
#স্পন্দন (spondon)

প্রথমের রিয়্যাকশনটার নাম Chemical Chameleon (বাংলা করলে হয় রাসায়নিক গিরগিটি)

পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটা তীব্র জারক পদার্থ। কারণ ম্যাঙ্গানিজের জারণ অবস্থা গণনা করলে দেখা যাবে +৭, অর্থাৎ অনেক বেশি। তাই পারম্যাঙ্গানেট চাইবেই তার এই জারণ সংখ্যা কে কমাতে মানে বিজারিত হতে৷ এবার ও বিজারিত হয়, কাউকে নিশ্চয় জারিত হতে হবে৷ এখানে সুগার (সুক্রোজ) জারিত হয়৷
প্রথমে যে colouress solution টা ছিল, যাতে পারম্যাঙ্গানেট ঢালা হলো, সেই solution টা আসলে সুগারের ক্ষারীয় দ্রবণ ( sucrose +NaOH), এবার যখন পারমাঙ্গানেট ঢালা হচ্ছে তখন বিক্রিয়া শুরু হলো। পারম্যাঙ্গানেট তার জারণ স্তর +৭ থেকে কমিয়ে +৬ এ এলো প্রথমে অর্থাৎ পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট, যেটার রঙ সবুজ প্রথমে দেখা গেল। এবার এই ম্যাঙ্গানেট আয়ন তুলনামূলক কম সুস্থিত, তাই এটা আবার ওই ক্ষারীয় মাধ্যমে Disproportionate করবে, এবং তৈরি করবে MnO2 (ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড), যার রং লালচে বাদামী বা লাল(অতি লঘু দ্রবণ এবং জারণ অবস্থা +৪) আর পারম্যাঙ্গানেট (রং বেগুনি), এবার এই দুটো রঙের মিশ্রণে অন্য আরেকটা রঙ দেবে। কিন্তু পারম্যাঙ্গানেট যত বিক্রিয়া করবে তত বাদামি রংটা প্রকট হবে, এবং সবশেষে ওই MnO2 এবং কিছুটা ম্যাঙ্গানেট আয়ন মিশে কলয়েড তৈরি করবে যেটা একটা অস্বচ্ছ দ্রবণ এবং রঙ গাঢ় হলুদ-কমলা মতো। যেটা অনেকদিন রেখে দিলে রঙটা আরো গাঢ় হয়ে বাদামী হয়ে যাবে৷

Loading comments...