রানীগঞ্জ সেতু পায়ে হেঁটে পার হলেন পরিকল্পনামন্ত্রী

2 years ago
49

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু পায়ে হেঁটে পার হয়েছেন। গত বুধবার দুপুরে পরিকল্পনামন্ত্রী আকস্মিক রানীগঞ্জ সেতু পরিদর্শনে যান। সেতুর মাঝের অংশ জোড়া লাগায় তিনি পায়ে হেঁটে পুরো সেতু পার হন। এ সময় তিনি বলেন, সেতুর কাজ শেষ হওয়ায় খুব ভালো লাগছে। আগামী মাসে সেতুটি উদ্বোধন করার আশা ব্যক্ত করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জবাসীর সিংহদ্বার এই সেতুটি বাস্তবায়িত হওয়া জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এটি বাস্তবায়িত হলো। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আরও বড় বড় কাজ হবে। এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী উপস্থিত ছিলেন।
#ranigonj #bridge #রানীগন্জ #রানীগন্জ_বাজার #ranigonj_bazar

Loading comments...