Premium Only Content

ll পৃথিবী যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তাহলে কী হবে জানেন কি? আদৌ হতে পারে কি? ll
পৃথিবী মাত্র ১ সেকেন্ড যদি না ঘোরে তাহলে কি হবে জানলে পায়ের তলার মাটি সরে যাবে
পৃথিবী ১ সেকেন্ড থেমে গেলে কী হবে তা চিন্তা করার সময় পাবেন কি? এ সময়টা কেমন হবে অনেকেরই চিন্তা। হাজারটা চিন্তা মানুষের থাকলেও এ সময়টা কি হতে পারে? এত কিছু চিন্তা-ভাবনার মধ্যে ভেবে দেখেছেন কি- কখনো যদি পৃথিবীটা ১ সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তবে কী হবে?
ভেবে কোনো কূলকিনার পাবেন না। তার কারণ ভাবার সময়টাই পাবেন না। পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভাসতে থাকবে মানুষ, জীবজন্তু থেকে শুরু করে সব প্রাণী।
হাড় গোড়, মাংস সব দলা পাকিয়ে মানুষ অনেকটা ভাঙা পুতুলের মতো হয়ে যাবে। দুই মেরু এই অনুভূতি কয়েক সেকেন্ড পরে টের পেলেও শেষ পর্যন্ত একই অবস্থা হবে। প্লেনের ভেতরে থাকা মানুষরা প্রথমটাই ব্যাপারটা বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর আকাশে সৃষ্টি হবে ভয়ঙ্কর এক ঝড়। এরপরই সবশেষ। এতো গেল আকাশের কথা। কিন্তু ভূ-পৃষ্ঠে তখন কী হবে? বাতাসের গতিবেগ প্রচণ্ড বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবীজুড়ে আগুন জ্বলবে। ঠিক যেন আগুনের গোলা। থেমে থাকবে না জলও।
পৃথিবীর সমস্ত জলভাগ জুড়ে চলবে বিশাল এক সুনামি। সব জল গিয়ে জমা হবে দুই মেরুতে। বাকি পৃথিবী জলশূন্য হয়ে পড়বে। এসব ছাড়াও ঘটবে এক অদ্ভুত ঘটনা।
পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিক সূর্যের সামনে পড়বে সেদিকের সব জ্বলে ছাড়খার হয়ে যাবে, কিন্তু অপর পিঠে সূর্য না থাকায় শুরু হবে ‘আইস এজ’।
সব মিলিয়ে, ওই এক সেকেন্ডই পৃথিবীকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এরপর পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না। আর হয়তো কখনো প্রাণের সঞ্চারও সম্ভব হবে না।
পৃথিবী তার নিজ অক্ষে ঘণ্টায় ১৪৭০.২৩ কিমি বেগে ঘুরতে থাকে। যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তবুও আমাদের পরিবেশের সবকিছু কিন্তু আগের মত একই বেগে থাকবে।
আবার অনেক ঘটনার কোনো ব্যাখ্যাই এখনও পর্যন্ত মেলেনি। পৃথিবীটা যদি শুধু মাত্র ২০ সেকেন্ডের জন্য তার নিজ অক্ষে ঘোরা বন্ধ করে দেয় তবে কী ঘটবে জানেন? যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা আগামী কয়েক বিলিয়ন বছরেও নেই।
আসলে পৃথিবী খালি জায়গায় ঘুরছে এবং এর সঙ্গে কোন ঘর্ষণ শক্তি নেই। কিন্তু তারপরও একটা জিনিস অবশ্যই তাকে কমিয়ে দিচ্ছে, সেটি হল চাঁদ। মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর দিকে চাঁদের অংশ এবং চাঁদের দিকে পৃথিবীর অংশ সঠিকভাবে ভারসাম্যপূর্ণ নয়, ফলস্বরূপ, পৃথিবীতে জোয়ার ভাটার প্রভাব রয়েছে, যার কারণে উভয় দিকে মহাসাগর দেখা যাচ্ছে। পৃথিবীর ভারসাম্য বজায় থাকছে।
ধরা যাক, একটি বাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। হঠাৎ বাসটির সামনে একটা কুকুর এসে গেল এবং চালক কুকুরকে বাঁচাতে হার্ড ব্রেক করলেন। এর ফলে বাসের যাত্রীরা সবাই অনেক জোরে সামনে ঝুঁকে যাবে। যারা দাঁড়ানো ছিল তাদের অবস্থা ডাইভ দিয়ে বল ধরার মত হবে। এই বিষয়টি যখন ঘণ্টায় ১৪৭০.২৩ কিমি. বেগের ক্ষেত্রে হবে, তখন একেবারে ছিটকে পড়তে হবে পৃথিবী থেকে।
এক বিজ্ঞানী এই বিষয়ে বলছেন, If Earth stopped for 1 second and you weren't belt-buckled to the Earth, you would fall over and roll 800 mph due east... killing everyone.
#স্পন্দন #বিজ্ঞান_সম্মত_আলোচনা #পৃথিবীর_ঘূর্ণন_বন্ধ_হলে_কী_হবে
-
LIVE
SpartakusLIVE
8 hours agoDuos w/ StevieT || Trios or Quads Later?!
163 watching -
7:19:12
OhHiMark1776
9 hours ago🟢04-27-25 ||||| Halo Multiplayer Rumble: No. 13 ||||| Halo MCC (2019)
75.1K -
2:12:28
TheSaltyCracker
6 hours agoThey Killed Her ReeEEEe Stream 04-27-25
144K284 -
2:33:51
vivafrei
17 hours agoEp. 261: Criminal Judges ARRESTED! Election in Canada! Santos Sentenced! RFK Jr. & Autism & MORE!
187K119 -
6:24:31
Amish Zaku
9 hours agoRumble Spartans "The One Year" Event
46.3K1 -
LIVE
Illyes Jr Gaming
7 hours agoLaid Back Sunday Night Warzone Stream!
67 watching -
1:51:18
Nerdrotic
8 hours ago $6.91 earnedDiscoveries From Graham Hancock's "Fight for the Past" | Forbidden Frontier 099
48.4K12 -
1:09:42
Sarah Westall
7 hours agoHidden Tech Resembles Star Trek: Malaysian Airline, Portals & Wormholes w/ Ashton Forbes
56.4K21 -
1:13:46
Josh Pate's College Football Show
8 hours ago $1.92 earnedCFB Truth About NFL Draft | Sheduer & Ewers Slide | James Franklin vs Fans | 2025’s Biggest What-Ifs
22K5 -
4:44:14
Due Dissidence
15 hours agoTrump's Polling COLLAPSES, WI Judge ARRESTED, Biden DRAGGED at WHCD, Corporations PULL Pride Funding
40.2K39