Premium Only Content
ll জানেন কি লাল মন্দির রাস্তার মাঝখানে কেন? এর ইতিহাস কী? কলকাতা ll বাড়ির পাশেই (পর্ব ১১) ll
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ঘাসের আগার উপর
একটি শিশির বিন্দু"
------ রবীন্দ্রনাথ ঠাকুর
তাই আমরা 'টোটো কোম্পানি'র তরফে শুরু করেছি নতুন এপিসোড 'বাড়ির কাছেই'। যেখানে খুব কম খরচে একদিনে বা একবেলায় ঘুরে আসা সম্ভব। আর তাছাড়া বাড়ির কাছেই এই বিন্দু বিন্দু মুক্তকণা সংরক্ষণ করা আমাদের কর্তব্য। তাই চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব! আজ একাদশ পর্ব। গন্তব্য 'লাল মন্দির'! কলকাতা।
কথায় বলে, কলকাতা শহরের পথে পথে ইতিহাস। তবে সেই ইতিহাস ঠিক রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অবাক লাগে বৈকি! ঠিক সেরকমই অবাক করা একটি মন্দির দাঁড়িয়ে চিত্তরঞ্জন অ্যাভেনিউর ঠিক মাঝখানে। শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে এই মন্দিরটা সকলেরই চোখে পড়ে। অবাক লাগে নিশ্চই। লাল রঙের এই মন্দিরটিকে সকলে ‘লাল মন্দির’ বলেই ডাকেন।
অমরকৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজাদের বাড়ি, অর্থাৎ নবকৃষ্ণ দেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে নাকি স্বয়ং রাজবাড়ির উদ্যোগেই গড়ে উঠেছিল এই মন্দির। রাজবাড়ির মেয়েরা শক্তিপূজার জন্য এই মন্দির তৈরি করেন। দেববাড়ির আরাধ্য দেবতা কৃষ্ণ। তাই শাক্ত পুজোর জন্য মন্দির তৈরি হল বাড়ির বাইরে। আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গপথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্দরমহলে।” আবার এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনিও। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগমায়ার মূর্তিটিও লুঠ করে নিয়ে যান। তারপর একটি পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরকে ঘিরে আছে আরও নানা কাহিনি। রাস্তার ঠিক মাঝে এত বড়ো একটা মন্দিরের অবস্থান সত্যিই অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরির সময়েও সেটা বুঝতে পেরেছিলেন। হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। তবে মন্দির ভাঙা হল না। শোনা যায়, অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়। এরপর আরও নানা সময় রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে। কিন্তু প্রতিবারই প্রস্তাব বাতিল হয়। মেট্রো রেলের কর্মকাণ্ডের সময়েও এই মন্দিরের গায়ে কোনো আঁচড় পড়েনি। মন্দির অক্ষত রেখে সুড়ঙ্গ খননের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও সেই মন্দিরের মধ্যে যোগমায়ার পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা সহ আরও নানা দেবদেবী। সব মিলিয়ে এক অদ্ভুত সহাবস্থান। মন্দির পরিচালনার জন্য আছে একটি ট্রাস্টিও। আর নিত্য পূজার পাশাপাশি প্রতি বৃহস্পতি ও শনিবার বিশেষ পূজার আয়োজন হয়। পথচলতি মানুষ হয়তো মাঝেমধ্যে উঁকি দেন, প্রণামীর পয়সা রেখে যান। কিন্তু তার ইতিহাসের খবর কজনই বা রাখেন?
কথিত আছে, যখন রাস্তা তৈরি হচ্ছিল, মন্দিরটা ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই সময় রাস্তা তৈরির কাজে কর্মরত কিছু লোকের মৃত্যু হয়। বাকিরা তখন মন্দির ভাঙতে নারাজ হয়। পুরানো দিনের মানুষদের কাছে শোনা যায়, ইংরেজরা রাস্তা তৈরি করার সময়ে কোনো এক অজ্ঞাত কারণে মন্দিরটি অক্ষত রেখেই রাস্তা তৈরি করে। আবার কেউ বলেন যখন রাস্তা তৈরী হয় যে ইঞ্জিনিয়ার এটি ভাঙার চেষ্টা করেন তিনি মারা যান। এরপর থেকে যারাই চেষ্টা করতে যার তারাই মারা যান। এইভাবে ৩ জন ইঞ্জিনিয়ার মারা যায়। তখন কর্পোরেশন থেকে ঠিক করা হয়, মন্দিরটি রেখে দেওয়া হবে।
এই মন্দিরের এক বিশেষত্ব আছে তা হল, এখানে শ্রী বিষ্ণুর দশম অবতার শ্রী কল্কি দেবকে সমর্পিত। যেটা সাধারণত দেখা যায় না। ঠিক এরকম একটি মন্দির রাস্তার মাঝখানে পাবেন ঠিক এর অদূরে বি. কে. পাল পার্ক এর সামনে বি. কে. পাল এভিনিউতে। তবে সেটি সাদা আর তুলনামূলক ছোটো। এটি কল্কি দেবতার মন্দির।
#লাল_মন্দির #কলকাতা #বি_কে_পাল_পার্ক #বাড়ির_পাশেই
-
LIVE
Graham Allen
1 hour agoSenate Is STALLING ALL Trump Nominations!! + Is Trump Going After The Bidens?!
8,839 watching -
LIVE
Matt Kohrs
7 hours ago🔴[LIVE TRADING] New Highs Incoming?! || The MK Show
1,273 watching -
33:37
BonginoReport
3 hours agoGen Z Commies Are Plotting Violent Revolution Against Trump (Ep.124) - 01/23/2025
22.5K40 -
LIVE
Vigilant News Network
9 hours agoElon ATTACKS Stargate Project.. Is he RIGHT? | The Daily Dose
1,160 watching -
1:31:27
Film Threat
15 hours agoLIVE OSCAR NOMINATIONS 2025 REACTION! HOLLYWOOD ON FIRE? | Academy Awards | Film Threat Awards
9.66K1 -
1:23:45
Game On!
13 hours ago $2.32 earnedTom Brady critical of Patrick Mahomes abusing NFL sliding rules!
22K5 -
6:01
Dr. Nick Zyrowski
1 day agoIs Beef Tallow healthy? Here Is How I Use It...
50.9K22 -
19:54
Degenerate Jay
20 hours ago $5.28 earnedThe Decline Of Assassin's Creed's World
45.8K4 -
8:30
Chrissy Clark
14 hours agoBehind The Scenes Of Trump’s Inauguration🇺🇸 I Vlog
38K8 -
1:06:05
PMG
14 hours ago $7.44 earned"What the FDA is Hiding About Nicotine Will SHOCK You w/ Dr. Ardis"
27.5K18