সুনামঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার, কুশিয়ারা ব্রিজ ও নদী।

2 years ago
85

Raniganj Bazar Bridge Jagannathpur Sunamganj সিলেট বিভাগের দীর্ঘতম সেতু-কুশিয়ারা নদী-রাণীগঞ্জ-সুনামগঞ্জ_Longest Bridge in Sylhet Division-Kushiara River-Raniganj-Jagannathpur-Sunamganj-2022

#raniganj_bridge #raniganjnews #sunamgonj

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর ওপর ৭০২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের সেতু নির্মাণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে বছর দেড়েক এর মধ্যে এর কাজ সম্পন্ন হবে। প্রাপ্ত তথ্য মতে এখন পর্যন্ত এটাই সিলেট বিভাগের দীর্ঘতম সেতু। কুশিয়ারা নদীর অপার সৌন্দর্য, সবুজ প্রকৃতি, স্নিগ্ধ হাওয়া এ সব কিছু মিলিয়ে জায়গাটা বেশ চমৎকার লাগে। নদীর ওপারে সুনামগঞ্জ এর বিখ্যাত ও ঐতিহ্যবাহী রাণীগঞ্জ বাজার। রাণীগঞ্জ বাজার থেকে আরো কয়েক কিলোমিটার দূরে রয়েছে ইতিহাস,ঐতিহ্য সমৃদ্ধ "পাইলগাঁও জমিদার বাড়ি"। এসব কিছু মিলিয়ে এই এলাকার পর্যটন খাতে বেশ সম্ভাবনা রয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক,শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে।

Loading comments...