BinBee Productions
1 FollowerSit, be still, and listen. — RUMI👳 বসুন, শান্ত থাকুন এবং শুনুন। — রুমি👳 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 'BinBee Productions' চ্যানেলে বিভিন্ন বিষয়ে উচ্চমানের ইসলামিক ভিডিও কন্টেন্ট রাখা হবে। বিভিন্ন লেখক, বক্তা, শাইখ এবং ইসলামিক স্কলারদের মূল্যবান কথা ভিজ্যুয়ালাইজেশানের মাধ্যমে উপস্থাপন করা হবে। ইনশাআল্লাহ। আরিফ আজাদের কন্টেন্ট নিয়ে ভিডিও ব্লগ, তাঁর বইগুলোর অডিও, তাঁর কবিতার আবৃত্তি সহ ইসলামিক বিভিন্ন বিষয়ে ভিডিও কন্টেন্ট রাখা হবে যাতে এই প্ল্যাটফর্ম থেকেও দ্বীনের বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। আশা করি আপনি আমাদের কাজ থেকে অনেক উপকারী জ্ঞান অর্জন করবেন। আমরা চাই আপনাদের সাহায্যে ইসলামের জ্ঞান ছড়িয়ে যাক। আমাদের ভিডিও গুলো পরিবারের সকলের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ যেন এই যাত্রায় কামিয়াবী দান করেন। আ-মিন।